পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নাগরিক ক্যাথরিন মায়োরগার তোলা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় বাতিল করা হয়েছে। সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের প্রসিকিউটর জানান, রোনালদোর বিরুদ্ধে অভিযোগের যুক্তিসংঙ্গত প্রমাণ মেলেনি। অতএব, তার বিরুদ্ধে কোনো অভিযোগ দাখিল করা হচ্ছে না। পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারের বিপক্ষে ২০০৯ সালে ধর্ষণের অভিযোগ তোলেন ক্যাথরিন মায়োরগা। জুভেন্টাস তারকার বিপক্ষে ধর্ষণের এ অভিযোগ গত বছর প্রথম প্রকাশ হয় জার্মান গণমাধ্যম ডার স্পেইগেলে। পরে রোনালদো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভক্তদের উদ্দেশে বলেন, ওরা যা বলেছে, মিথ্যা, মিথ্যা খবর। জার্মান গণমাধ্যম ডার স্পেইগেল জানায়, ঘটনার পর লাস ভেগাস পুলিশের কাছে অভিযোগ করেন মায়োরগা। কিন্তু ২০১০ সালে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়। পরে গত বছর যৌন হয়রানি নিয়ে হ্যাশটাগ মি টু আন্দোলনের পরই এ নিয়ে কথা বলার সাহস পান মায়োরগা। এন এইচ, ২৩ জুলাই.
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Y146ic
July 23, 2019 at 08:47AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.