ইসলামাবাদ, ৩১ জুলাই- ভারতীয় জামাই হচ্ছেন পাকিস্তানি পেসার হাসান আলী। কনে শামিয়া আরজুর বাড়ি ভারতের হরিয়ানায়। আগামী ২০ জুলাই দুবাইয়ের আটলান্টিস পাম হোটেলে গাঁটছাট বাঁধবেন হাসান-শামিয়া। ১৭ আগস্ট ২৫ বছর বয়সী হাসানের পরিবার দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে। হাসানের শ্বশুর লিয়াকত আলীও নিশ্চিত করেছেন বিষয়টি। লিয়াকত আলী সাবেক পঞ্চায়েত কর্মকর্তা। মানব রচনা বিশ্ববিদ্যালয় হতে অ্যারোনটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ডিগ্রী নিয়ে বর্তমানে এমিরেটস এয়ারলাইনসে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত কনে শামিয়া। এর আগে পাকিস্তানি ক্রিকেটার জহির আব্বাস, মহসিন খান ভারতে বিয়ে করেন। সর্বশেষ ২০১০ সালে অলরাউন্ডার শোয়েব মালিক গাঁটছাট বাঁধেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জার সঙ্গে। এদিকে ২০১৯ বিশ্বকাপ ভালো কাটেনি হাসান আলীর। ৪ ম্যাচ খেলার সুযোগ হয়েছিল তার। বাজে বোলিংয়ের কারণে পরে বাদ দেয়া হয় তাকে। তবে ২০১৬ সালে অভিষেকের পর ওয়ানডেতে পাকিস্তানের সবচেয়ে সফল বোলার ছিলেন হাসান আলী। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে শিরোপা জেতাতে ভূমিকা রাখেন তিনি। পরবর্তীতে হাসান আলী বোলার র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। আর/০৮:১৪/৩১ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Mtz5fU
July 31, 2019 at 06:37AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন