মুম্বাই, ১৮ জুলাই- সালমান খানের সঙ্গে তার প্রাক্তনদের সম্পর্ক বরাবরই মসৃণ। সঙ্গীতা বিজলানির জন্মদিন পালন করা, সোমি আলির সঙ্গে বন্ধুত্ব রাখা, ক্যাটরিনা কাইফকে কেরিয়ার নিয়ে পরামর্শ দেওয়া সবই নিয়মিত করে থাকেন সালমান। তবে সব প্রাক্তনের মধ্যে ক্যাটরিনার ব্যাপারে সালমান একটু বেশিই কেয়ারিং। মাঝে যখন নায়িকার হাতে কোনও ছবিই ছিল না এবং জগ্গা জাসুসও বক্স অফিসে ব্যর্থ, তখন সালমানই দায়িত্ব নিয়ে তার কেরিয়ার সামলে দিয়েছিলেন। এখন জিরো এবং ভারত করে মূলধারায় নিজেকে ফের দাঁড় করাতে পেরেছেন নায়িকা। তাতে খুশিই হয়েছিলেন সালমান। কিন্তু ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনার নামজুড়ে যাওয়ায় নাকি অভিনেতা বেশ রেগেই গিয়েছেন। লিঙ্ক-আপ নিয়ে ক্যাটরিনা অবশ্য নিরুত্তরই থেকেছেন। কিন্তু খবর রটেছে, প্রেম নাকি ভালই জমেছে। রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়েও সালমানের আপত্তি ছিল। ওই সময়ে ক্যাটরিনা কাজ থেকে ফোকাস হারিয়ে ফেলছিলেন বলে। ভিকিকে অপছন্দ করার বড় কারণ, হরলীন শেঠির সঙ্গে সম্পর্কে থাকার সময়ে ক্যাটরিনার সঙ্গে ভিকি ঘনিষ্ঠ হয়েছিলেন বলে অভিযোগ। সালমান কোনোভাবেই চান না, আবার একটি ভুল সম্পর্কে ক্যাট জড়ান। তবে ভিকি যেভাবে ক্যাটকে শুটিংয়ে ড্রপ করে দিচ্ছেন বা ঘনঘন দেখা করছেন, তাতে সালমানের আপত্তিকে কি আদৌ আমল দেবেন ক্যাট? আর/০৮:১৪/১৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32ApQju
July 18, 2019 at 06:38AM
18 Jul 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top