ঢাকা, ০৩ জুলাই- মুনমুন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের বেশ আলোচিত একটি নাম। ১৯৯৭ সালে মৌমাছি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে যাত্রা শুরু তার। ১৯৯৭-২০০৩ সাল পর্যন্ত বেশ দাপটের সাথেই অভিনয় করেছেন এই নায়িকা। বুধবার এই নায়িকার জন্মদিন। জন্মদিনে দেশে বিদেশের পক্ষ থেকে রইলো আন্তরিক শুভেচ্ছা। বিশেষ এই দিনে এ প্রতিবেদকের সঙ্গে মুনুনের আলাপ হলে মুনমুন বলেন, তেমন ভাবে আমি কখনোই জন্মদিন পালন করিনা। আর এখনকার জন্মদিন গুলো আসলে মন খারাপের জন্মদিন। কেননা আগে ছোট বেলায় জন্মদিন হলে অন্যরকম একটা আনন্দ কাজ করতো। অনেক গিফট, চকলেট পেতাম। কিন্তু এখন জন্মদিন আসলেই মনটা খারাপ হয়ে যায় কেননা জন্মদিন আসে আর একটি করে বছর বেড়ে যায়। সন্তানদের নিয়ে সুন্দর করে বাকি জীবনটা কাটাতে চাই উল্লেখ করে মুনমুন বলেন, আসলে জন্মদিনে এখন আগের মতো কোন চাওয়া থাকে না। তবে হ্যাঁ একটি বিশেষ চাওয়া আছে। জীবনের অনেকটা সময় চলে গেছে এখন চাই আমার স্বামী, দুই বাচ্চা, মা মোট কথা পরিবার নিয়ে সুন্দর করে বাকি জীবনটা কাটাতে। এদিকে মুনমুনকে নিয়ে নির্মিত হয়েছে বায়ো-ডকুমেন্টরি। বিষয়টি নিয়ে মুনমুন বলেন,মাস খানেক আগে ব্রিটেনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে শুটিং করে গেছে। তারা আমার সম্পর্কে বেশ অনেক দিন গবেষণা করে পরে আমার সাথে যোগাযোগ করেছে। তারা ভারত থেকে একজন মেকআপ ম্যান ও পাকিস্তানের একজন নায়িকা ও আমাকে নিয়ে বায়ো-ডকুমেন্টরিটি নির্মাণ করেছে। বায়ো-ডকুমেন্টরি কবে নাগাদ মুক্তি পাবে জানতে চাইলে মুনমুন বলেন, আমার সঙ্গে তাদের আলাপ হয়েছে। যেহেতু এটি তিন জন নারীকে নিইয়ে নির্মিত হয়েছে তারা চাচ্ছে নারী দিবসে মুক্তি দিতে। মুনমুন বর্তমানে রাগী ও তোলপাড় নামের চলচ্চিত্রে অভিনয় করছেন। পাশাপাশি আরো বেশ কিছু চলচ্চিত্রে কাজ করারা কথা চলছে। আর/০৮:১৪/০৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xqD8kz
July 03, 2019 at 10:00AM
03 Jul 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top