টোকিও, ২২ জুলাই - কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উদ্যাপন করেছে জাপানের বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষে আজ রোববার (২১ জুলাই) টোকিওর বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা তাঁর স্বাগত বক্তব্যে বাংলা সাহিত্যের উজ্জ্বলতম এই দুই নক্ষত্রের অবদান নিয়ে আলোচনা করেন। তিনি তাঁদের রচিত গান, কবিতা, উপন্যাস, গল্প ও নাটকের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁদের ধর্মনিরপেক্ষ সৃষ্টিকর্মগুলোর প্রাসঙ্গিকতা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন। তিনি আরও বলেন, তাঁদের রচনাগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিশেষ প্রেরণা জুগিয়েছিল। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসেন ও জাতীয় কবির মর্যাদা দেন। এ আয়োজনের মধ্যে অন্যতম আকর্ষণ ছিল শীর্ষস্থানীয় বাংলাদেশ কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, কবিতা ও নাচ পরিবেশনা। অনুষ্ঠানে জাপানি নাগরিকসহ বাংলাদেশ কমিউনিটি ও বাংলাদেশ দূতাবাসের সদস্যরা উপস্থিত ছিলেন। এন এইচ, ২২ জুলাই.
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XXiBnd
July 22, 2019 at 08:33AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন