ঢাকা, ১৯ জুলাই- বিশ্বকাপের পর টাইগারদের তিন ম্যাচ সিরিজের শ্রীলঙ্কা সফর। এই সিরিজে খেলবেন না অলরাউন্ডার সাকিব আল হাসান ও লিটন দাস, এটা সবার জানা। এবার চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা। শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যায় বোলিং অনুশীলন করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মাশরাফি। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, সে ছিটকে পড়েছে (সিরিজ থেকে)। অন্তত তিন সপ্তাহ লাগবে চোট থেকে সেরে উঠতে। প্রসঙ্গত, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন ডানহাতি এই পেসার। তবু সে সময় বিশ্রাম নেননি তিনি। দলকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম শিরোপা। সে সময় দলের ফিজিও থিহান চন্দ্রমোহন স্ক্যান করাতে বললেও শোনেননি মাশরাফি। ইনজুরি নিয়ে পুরো বিশ্বকাপ খেলেছেন মাশরাফি। ইনজুরির প্রভাব তাঁর বোলিংয়ে পরিলক্ষিত হয়েছে। বিশ্বকাপে আট ম্যাচে মাত্র একটি উইকেট পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। টুর্নামেন্টের শেষের দিকে এসে ছোট রান আপে বোলিং করতে দেখা গেছে তাঁকে। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/১৯ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GfcShN
July 19, 2019 at 06:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top