মুম্বাই, ২১ জুলাই- তাদের শেষ একসঙ্গে দেখা গিয়েছিল ইমতিয়াজ আলি পরিচালিত তামাশা ছবিতে। সম্প্রতি একটি রঙের বিজ্ঞাপনেও দেখা যায় দীপিকা ও রণবীরকে। ব্রেকআপের পরেও তারা বলিউডের অন্যতম সফল অনস্ক্রিন জুটি। এই জুটির ভক্ত সংখ্যাও কম নয়। কবে ফের তাদের একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে এই প্রশ্ন অনেকেরই মনে। গুঞ্জন যা শোনা যাচ্ছে, তাতে ভক্তদের এই ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ করতে চলেছেন দীপিকা পাডুকোন এবং রণবীর কাপুর। সম্প্রতি তাদের দুজনকেই দেখা গেল লাভ রঞ্জনের দফতরে। দীপিকা ও রণবীর ছাড়াও এই ছবিতে দেখা যাবে অজয় দেবগণকে।রণবীর কাপুরের বাবার চরিত্রের জন্যেই ভাবা হয়েছে তার নাম। সব প্ল্যান মাফিক চললে এবছরের শেষ থেকেই শুরু হবে ছবির শ্যুটিং। তবে ছবির নাম এখনও জানা যায়নি। আর/০৮:১৪/২১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LxvcH6
July 21, 2019 at 06:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top