মুম্বাই, ১ জুলাই - মল্লিকা শেরাওয়াত বলিউডের এক আবেদনময়ি নায়িকা। মার্ডারছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। প্রথম ছবিতেই সকলের নজর কারেন এ অভিনেত্রী। এরপর বেশ এবং কিছু ছবিতেও অভিনয় করেন মল্লিকা। কিছু আইটেম গান হিট হয় তার। তবে বেশ কিছুদিন মিডিয়া জগৎ থেকে দূরে ছিলেন তিনি। একতা কাপূর, তুষার কাপূর, কর্ণ জোহরের মতো সারোগেসির মাধ্যমে আপনারও কি মা হওয়ার ইচ্ছে রয়েছে? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মল্লিকা বলেন, একদম নয়। শুধু বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে, খেলতে ভাল লাগে। মা হওয়া অনেক বড় দায়িত্ব। সে সব আমার দ্বারা হবে না। তিনি জানান, সম্প্রতি রজত কাপুরের পরিচালনায় একটি ছবি করেছেন, যেখানে তাকে পুরনো দিনের এক অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে। ছবির নাম আরকে/আরকে। জিলেভি বাই খ্যাত এই নায়িকা বলেন, রজত বড় মাপের অভিনেতা ও পরিচালক। আমাকে যখন ছবির প্রস্তাব দিয়েছিলেন, অবাক হয়েছিলাম। শোনা যাচ্ছে একতা কাপুরের একটি ওয়েব সিরিজ়ে ভূতের চরিত্রে দেখা যাবে তাকে। সিরিজ়ের নাম বু... সাব কি ফাটেগি। এন এইচ, ১ জুলাই.



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KOXA7m
July 01, 2019 at 08:29AM
01 Jul 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top