চেলসি থেকে নিজের স্বপ্নের দল রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ইডেন হ্যাজার্ড। সেই সাথে পেলেন নতুন দায়িত্ব। বেলজিয়াস এই মিডফিল্ডারকে দেওয়া হয়েছে পূর্বসূরি ক্রিস্টিয়ানো রোনালদো বা রাউল গঞ্জালেসদের পরিহিত ৭ নাম্বার জার্সি। যদিও রোনালদো জুভেন্টাসে যাওয়ার পর মারিয়ানো দিয়াসকে ৭ নাম্বার জার্সি দেওয়া হয়েছিল। তবে এখন সেটি পরিবর্তন করে ২৪ নাম্বার করা হয়েছে। গুঞ্জন আছে তাকে হয়তো মোনাকোতে বিক্রি করে দিতে পারে রিয়াল। এদিকে বায়ার্ন মিউনিখে ধারে যাওয়ার আগে রিয়ালের ১০ নাম্বার জার্সিটি পরতেন হামেস রদ্রিগেজ। তবে এখন কলম্বিয়ান তারকার জন্য ১৬ নাম্বার জার্সি নতুন করে ঠিকানা বানিয়েছে বার্নাব্যুর দলটি। যদিও চেলসি ও জাতীয় দলে ১০ নাম্বার জার্সি পরা হ্যাজার্ড তার প্রিয় পোশাকটিই চেয়েছিলেন ক্লাবের কাছে। তবে লুকা মদ্রিচের কারণে আর হয়নি। গতবারের ব্যালন ডিঅর জয়ী ১০ নাম্বারেই খেলেন। আর দলের সেরা দুই স্ট্রাইকার করিম বেনজেমা ও গ্যারেথ বেল ৯ ও ১১ নাম্বার জার্সিতেই আছেন। আর/০৮:১৪/১০ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YGGSyn
August 10, 2019 at 10:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top