নয়া দিল্লী, ০১ আগস্ট- বিশ্বকাপের সেমি ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পরেই টিম ইন্ডিয়ার হেড কোচ নিয়োগের বিজ্ঞাপন দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। রবি শাস্ত্রীর পর কে হবেন কোহলিদের নতুন কোচ? এই প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেট দুনিয়ায়। টিম ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য হাইপ্রোফাইল কোচরা আবেদন জানিয়েছেন। আবেদন জানানোর শেষ তারিখ ছিল ৩০ জুলাই। তাতে বিসিসিআইয়ে প্রায় দুই হাজার আবেদন পত্র জমা পড়েছে। ভারতের হেড কোচ এবং সাপোর্ট স্টাফ নিয়োগের জন্য ১৬ জুলাই নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয় বিসিসিআই। বোর্ডের বিজ্ঞাপনে ভারতীয় দলের হেড কোচ হওয়ার জন্য বেশ কয়েকটি শর্তও জুড়ে দেওয়া হয়েছি। সেগুলোর মধ্যে অন্যতম ছিল কমপক্ষে দুই বছর টেস্ট খেলুড়ে কোনো দেশের হয়ে কোচিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে। অথবা অ্যাসোসিয়েট দেশ, আইপিএল বা সমতুল্য কোনো আন্তর্জাতিক লিগ কিংবা প্রথমশ্রেণির দল, জাতীয় দলের হয়ে অন্তত তিন বছর হেড কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বলে জানায় বিসিসিআই। এছাড়া, খেলোয়াড়ি জীবনে কমপক্ষে ৩০টি টেস্ট কিংবা ৫০টি একদিনের ম্যাচ খেলে থাকতে হবে। আর অবশ্যই বয়স হতে হবে ৬০-এর নিচে। এমন শর্ত মেনে প্রায় ২ হাজার প্রার্থী আবেদন জমা দিয়েছেন। বিশ্বকাপের সেমি ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল ভারত। এরপরই দলের মধ্য কোন্দল ও কোচিং স্টাফ পরিবর্তনের কথা উঠে। তবে, আসন্ন ভারত-ওয়েস্ট ইন্ডিজ পূর্ণাঙ্গ সিরিজে টিম ইন্ডিয়ার কোচ থাকছেন রবি শাস্ত্রী। এবার ভিভিএস লক্ষন, সৌরভ গাঙ্গুলী ও শচীন টেন্ডুলকারের কমিটি জাতীয় দলের জন্য কোচ বাছাইয়ের দায়িত্ব পাননি। দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবকে। এমনকি শচীন, গাঙ্গুলীরা কোচের পদে আবেদনও করতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। টিম ইন্ডিয়ার নতুন কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। তাদের তালিকায় যুক্ত হয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি সাবেক ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে কিছুদিন কাজ করা জয়াবর্ধনে ভারত ছাড়াও ইংল্যান্ডের দ্য থান্ডার প্রতিযোগিতার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল সাউদাম্পটনের সাউদার্ন ব্রেভের হেড কোচ হতে চেয়ে আবেদন করেছেন। কোচিং ক্যারিয়ারে এখনও জাতীয় দলের প্রধান কোচ না হলেও জয়াবর্ধনে আইপিএল, বিপিএলের দলের কোচের দায়িত্ব পালন করেছেন। বিপিএলে খুলনা টাইটান্সের কোচ ছিলেন তিনি। এছাড়া, আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের দায়িত্ব পালন করেছেন এই লঙ্কান। মুম্বাই ইন্ডিয়ান্স তার অধীনে তিন আসর খেলে দুটিতেই শিরোপা জিতেছে। জয়াবর্ধনে ছাড়াও ভারতের কোচ হতে আবেদন করেছেন গ্যারি কারেস্টেন, টম মুডিরা। বাংলাদেশ জাতীয় দলের কোচ খুঁজে দেওয়ার পরামর্শক হিসেবে কাজ করেছেন কারেস্টেন। আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ ছিলেন তিনি। ২০০৮-২০১১ দায়িত্ব পালন করেছিলেন ভারতের জাতীয় দলের। তার অধীনে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছিল টিম ইন্ডিয়া। এদিকে, টম মুডি বিপিএলে রংপুর রাইডার্সের কোচ ছিলেন। আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা জিতিয়েছেন টম মুডি। ভারতীয় ক্রিকেটের পাশাপাশি ক্রিকেটারদের সঙ্গেও বেশ সুসম্পর্ক রয়েছে মুডির। সাবেক ওপেনার বিরেন্দ্রর শেওয়াগ জাতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। অনিল কুম্বলে পরবর্তী সময়েও টিম ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের মাইক হেসন আবেদন করেছেন। যিনি বর্তমানে আইপিএলের দল কিংস ইলিভেন পাঞ্জাবের কোচ। এছাড়া, ভারতের সাবেক ক্রিকেটার লালচাঁদ রাজপুত ও রবিন সিং আবেদন করেছেন। কে ভারতের হেড কোচের হটসিটে বসবেন সেটি নির্বাচন করবেন উপদেষ্টা কমিটিতে থাকা বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেব, অংশুমান গায়কোয়াড এবং শান্থা রঙ্গস্বামী। আগামী ১৪ ও ১৫ আগস্ট সম্ভাব্য তারিখে কোচ প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎকার নেওয়ার কথা রয়েছে। আর/০৮:১৪/০১ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32WfieO
August 01, 2019 at 10:36AM
01 Aug 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top