কলম্বো, ০৯ আগস্ট - বাজে ফর্মের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার সবশেষ টেস্ট সিরিজে ছিলেন না সাবেক অধিনায়ক দিনেশ চান্দিমাল। আরেক সাবেক দলনেতা অ্যাঞ্জেলো ম্যাথিউজও ওই সিরিজে খেলতে পারেননি চোটের কারণে। এই দুই তারকা ক্রিকেটারকে ফিরিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে লঙ্কানরা। শুক্রবার (৯ অগাস্ট) ঘোষিত দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলাও। যথারীতি শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন দিমুথ করুনারত্নে। গত বুধবার ঘোষিত ২২ জনের দল ছেঁটে ১৫ জনের চূড়ান্ত দল বাছাই করেছে লঙ্কানরা। প্রাথমিক দলে থাকা অফস্পিনিং অলরাউন্ডার দিলরুয়ান পেরেরার জায়গা হয়নি। ৩৮ টেস্টের শেষটি তিনি ফেব্রুয়ারিতে খেলেন অস্ট্রেলিয়ায়। অবশ্য দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া হয়নি তার। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হবে আগামী ১৪ আগস্ট। এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। শ্রীলঙ্কা দল: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দিনেশ চান্দিমাল, লাহিরু থিরিমানে, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নিরোশান ডিকবেলা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, লাসিথ এম্বুলদেনিয়া, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, ওশাদা ফের্নান্ডো, লাকশান সান্দাকান ও বিশ্ব ফের্নান্ডো। এন এইচ, ০৯ আগস্ট.



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ThyFdU
August 09, 2019 at 12:00PM
09 Aug 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top