মুম্বাই, ২২ আগস্ট - বলিউডে গত বিয়ের বছর ধুম পরেছিল। অনুস্কা-বিরাট থেকে শুরু করে দিপিকা-রনবীর, প্রিয়াঙ্কা, সোনম কাপুর সবাই ২০১৮ -১৯ এ বিয়ের পর্ব সেরে নিয়েছে। এবছর ফের বিয়ের ধুম পড়েছে বলিপাড়ায়। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছে বরুণ ধাওয়ান, আদিত্য রয় কাপুরেরা। বলিউডে গুঞ্জন শোনা যাছে ২০২০ তেই নাকি বিয়ে করতে চলেছেন আশিকী ২ এর নায়ক। আগামী বছরই নাকি দীর্ঘ দিনের বান্ধবী দিভা ধাওয়ানকে বিয়ে করতে চলেছে তিনি। দিভা পেশায় একজন মডেল। অনুস্কা, দিপিকা, সোনম কাপুর, প্রিয়াঙ্কাদের মতো আরেকটি হাই প্রোফাইল বিয়ে দেখতে যাচ্ছে দর্শকরা। অবশ্য এর জন্য ২০২০ সাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আদিত্য-দিভা নিজেদের সম্পর্কের কথা কখনই প্রকাশ্যে স্বীকার না করলেও তাদের মধ্যে যে বেশ ভালোরকমই সম্পর্ক রয়েছে তার আভাস আগে থেকেই পাওয়া যাচ্ছিলো। এখন শুধু বিয়ের অপেক্ষা। এন এ/ ২২ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Mw7Py5
August 22, 2019 at 08:05AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top