মুম্বাই, ০৪ আগস্ট - না ফেরার দেশে চলে গেলেন ভারতের প্রবীণ অভিনেতা দেবদাস কনকলা। শুক্রবার কেআইএমএস হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৪ বছর। গ্যাং লিডার, শ্রীরামসহ ৪০টিরও বেশি তেলেগু ছবিতে অভিনয় করেছেন। বড়পর্দার অভিনেতা হিসেবে তিনি খ্যাতিমান হলেও তার জীবনের শুরুটা হয়েছিল মঞ্চ পরিচালক হিসেবে। একটি অভিনয় শিক্ষার স্কুলও খুলেছিলেন এই অভিনেতা। রজনীকান্ত, চিরঞ্জীবী, রাজেন্দ্র প্রসাদ, রঘুবরণসহ তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা একটা সময় তার কাছে প্রশিক্ষণ নিয়েছেন। দেবদাসের ছেলে রাজীব কনকলাও তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা। মেয়ে শ্রীলক্ষ্মীও অভিনেত্রী হিসেবে সুনাম অর্জন করেছেন। এন এইচ, ০৪ আগস্ট।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KuHVrk
August 04, 2019 at 09:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top