ঢাকা, ৩০ আগস্ট - আগুন গানের জগতে শ্রোতাপ্রিয়তা পেয়েছেন প্রায় ২৫ বছরের বেশি সময় হলো। মাঝে বিশেষ কাজ হলে নাটক/ চলচ্চিত্রে অভিনয়েও তাকে পাওয়া গেছে। মাঝে পাঁচটি বছর চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। পাঁচ বছর পর ফের বড় পর্দায় অভিনয় করেছেন আগুন। অরুণ চৌধুরীর মায়াবতী চলচ্চিত্রে অভিনয় করলেন তিনি। এ ছবিতে সংগীত জগতের একজন হিসেবেই একটি বিশেষ চরিত্রে তিনি অভিনয় করেছেন। তার অভিনীত দৃশ্যগুলো অভিনেত্রী আফরোজা বানু ও তিশার সাথে। পরিচালক বলেন, আমার ছবিতে গল্পের প্রয়োজনে যখন যাকে দরকার তাকেই নিয়েছি। কাহিনীর এক পর্যায়ে তিশার মায়া বেগমের চরিত্রটিকে সংগীতের মানুষ আগুন আবিষ্কার করেন। তার গুণের পরখ করতে চান। কিন্তু চাইলেই কি সব হয়? জীবন তো আর সরল রেখার মত বহমান নয়। কাহিনীতে শেষ পর্যন্ত জন্ম নেয় নতুন টুইস্ট। আগুন সর্বপ্রথম ১৯৯৭ সালে বাবা প্রয়াত খান আতাউর রহমানের পরিচালনায় এখনো অনেক রাত চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০২ সালে প্রয়াত হুমায়ূন আহমেদের ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রে তাকে পাওয়া যায়। সর্বশেষ ২০১৪ সালে আনিসুল হকের উপন্যাস অবলম্বনে শাহ আলম কিরণের একাত্তরের মা জননী চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। আগুন বলেন, আমার অভিনীত চলচ্চিত্রগুলোর তালিকা দেখলেই বুঝবেন বিশেষ কিছু না হলে আমি বড় পর্দায় কখনো অভিনয় করিনি। অরুণদার এ কাজটি ভালো হবে এই বিশ্বাস থেকেই করেছি। আশা করছি দর্শকরা নিরাশ হবেন না। অরুণ চৌধুরীর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এ চলচ্চিত্রে তিশার নায়ক ইয়াশ রোহান। আসছে ১৩ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তির সব ধরনের প্রস্তুতি নিচ্ছে মায়াবতী টীম। এ ছবির পরিবেশনার দায়িত্ব নিয়েছে জাজ মাল্টিমিডিয়া। এন এইচ, ৩০ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2L7DST3
August 30, 2019 at 08:22AM
30 Aug 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top