গতকাল ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩০১ নাম্বার জার্সি গায়ে খেলতে নেমেছিলেন ক্রিস গেইল। সবাই ধরে নিয়েছিলেন এটাই ক্রিস গেইলের শেষ ম্যাচ। বিশেষায়িত জার্সি, দর্শক প্রতিক্রিয়া, মাঠ ছাড়ার ধরন, সব কিছুতেই যেন গেইলের বিদায়ী বার্তার গন্ধই পাওয়া যাচ্ছিল। ম্যাচ শেষে যখন সাক্ষাতকারের মঞ্চ তৈরি, সেখানেই ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেবেন ক্যারিবিয় ব্যাটিং দানব এ অপেক্ষায়ই ছিলেন অনেকে। কিন্তু উল্টো গেইল জানিয়ে দিলেন, অবসরের সিদ্ধান্ত নেননি। বয়স ৪০ ছুঁইছুঁই। তাই নিশ্চিতভাবেই পরের বিশ্বকাপে আর খেলতে পারছেন না। তাই গেইলের অবসর এখন সময়ের দাবি। ভারতের বিপক্ষে সিরিজে আগের দুই ম্যাচ মিলিয়ে ১১ রান করতে খেলেছিলেন ৫৫ বল। এই ম্যাচে ৮ চার ও ৫ ছক্কায় ৪১ বলে ৭২। আউট হয়ে যখন ফিরছেন, ভারতীয় ক্রিকেটাররা গিয়ে অভিনন্দন জানালেন তাকে। করমর্দন করলেন সবাই। বিরাট কোহলি গিয়ে জড়িয়ে ধরলেন। ড্রেসিং রুমে ফেরার সময় দর্শকেরা সবাই দাঁড়িয়ে অভিনন্দন জানাল। গেইল ব্যাট তুলে, ব্যাটের মাথায় হেলমেট রেখে উঁচিয়ে ধরে জবাব দিলেন অভিনন্দনের। ধারণা এবার আরও পোক্ত হলো। এটিই তাহলে শেষ! কিন্তু সব গুঞ্জনের সমাপ্তি ম্যাচ শেষে। আলোচনার ঝড় দেখেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের টুইটার পাতায় ছোট্ট একটি ভিডিও পোস্ট করা হলো। হাসিমুখে গেইল জানিয়ে দিলেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলে যাবেন। এবার ইঙ্গিত দিয়ে বিদায় নিলেন না। এর আগে ঘোষণা দিয়েও বিদায় নেননি। গত বিশ্বকাপের আগে বলেছিলেন, নিশ্চিতভাবেই এই বিশ্বকাপ দিয়েই ইতি টানবেন ওয়ানডে ক্যারিয়ারের। কিন্তু বিশ্বকাপের শেষ দিকে জানান, সরে এসেছেন সেই ঘোষণা থেকে। চালিয়ে যেতে চান খেলা। অধিনায়ক জেসন হোল্ডার পর্যন্ত চমকে গিয়েছিলেন শুনে, গেইলের সিদ্ধান্ত জানা ছিল না তার। এন এইচ, ১৫ আগস্ট.



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TAKvA2
August 15, 2019 at 12:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top