নয়াদিল্লী, ১৭ আগস্ট - ভারতের জাতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে রবি শাস্ত্রিই বহাল থাকলেন। দুই বছরের জন্য শাস্ত্রিকে পুনঃনিয়োগ দেয়া হয়েছে। ভারতে অনুষ্ঠিত ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। এই নিয়ে চতুর্থবার ভারতীয় দলের দায়িত্ব পেলেন সাবেক এ অলরাউন্ডার। ইতোপূর্বে সংক্ষিপ্ত সময়ের জন্য ক্রিকেট ম্যানেজার (২০০৭ সালে বাংলাদেশ সফর), টিম ডিরেক্টর (২০১৪- ২০১৬) এবং প্রধান কোচ হিসেবে ( ২০১৭-২০১৯) দায়িত্ব পালন করেন। কপিল দেব, অংশুমান গায়কোয়াড এবং শান্থা রঙ্গস্বামীর সমন্বয়ে গঠিত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ক্রিকেট এডভাইজরি কমিটি(সিএসি) শুক্রবার মুম্বাইয়ে শাস্ত্রিকে দলের প্রধান কোচ হিসেবে বহাল রাখার সিদ্ধান্তের ঘোষণা দেন। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কপিল দেব এ ঘোষণা দেন। শাস্ত্রি ছাড়াও এ পদের জন্য আবেদন করেছিলেন মাইক হেসন, রবিন সিং, টম মুডি, লালচাঁদ রাজপুত। ২০১৯ বিশ্বকাপের পরই শাস্ত্রির গত মেয়াদ শেষ হয়ে যায়। তবে দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তার মেয়াদ ৪৫ দিনের জন্য বাড়ানো হয়। সংবাদ সম্মেলনে কপিল দেব বলেন, তিন নম্বরে ছিলেন টম মুডি, দুই নম্বরে মাইক হেসন। এক নম্বরে আপনাদের সকলের প্রত্যাশা অনুযায়ী রবি শাস্ত্রি। এন এইচ, ১৭ আগস্ট.



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KDSVnk
August 17, 2019 at 09:22AM
17 Aug 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top