ইসলামাবাদ, ০৯ আগস্ট- পাকিস্তান ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন এসেছে। ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে ব্যাপক পরিবর্তন করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে মাত্র ১৯ ক্রিকেটারকে। গতবার কেন্দ্রীয় চুক্তিতে ৩৩ ক্রিকেটারকে রাখা হয়েছিল। এদিকে নতুন চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক খেলোয়াড়রা। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ, বায়জিদ খানসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের মানুষ নতুন এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। এর আগে পাকিস্তানের প্রধান কোচ মিকি আর্থারকে ছাটাই করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এছাড়াও পুরো কোচিং স্টাফেই আসছে বড় রদবদল। বোলিং কোচ আজহার মাহমুদ, ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার এবং ট্রেনার গ্রান্ট লুডেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই চার জনের কারও সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। তিন ক্যাটাগরিতে ১ আগস্ট ২০১৯ থেকে ৩০ জুন ২০২০ সাল পর্যন্ত পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন এই ১৯ পাকিস্তানি ক্রিকেটার। এর মধ্যে পাকিস্তান ছয়টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপস, তিনটি ওয়ানডে আর ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বলে জানা যায়। গত এক বছরের ব্যক্তিগত পারফরম্যান্সকে বিবেচনা করে ক্যাটাগরি করা হয়। এই চুক্তিতে রাখা হয়নি দুই সিনিয়র খেলোয়াড়কে। এদের মধ্যে ওয়ানডে থেকে অবসর নেওয়া শোয়েব মালিক ও ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা মোহাম্মদ হাফিজকে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা পাকিস্তানি ক্রিকেটাররা: ক্যাটাগরি এ: বাবর আজম, সরফরাজ আহমেদ এবং ইয়াসির শাহ ক্যাটাগরি বি: আসাদ শফিক, আজহার আলি, হারিস সোহেল, ইমাম উল হক, মোহাম্মদ আব্বাস, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি এবং ওয়াহাব রিয়াজ ক্যাটাগরি সি: আবিদ আলি, হাসান আলি, ফখর জামান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ এবং উসমান শিনওয়ারি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বক্তব্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান বলেছেন, নতুন সেশনে যারা চুক্তিবদ্ধ হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তিনি বলেন, প্রতিটি ক্যাটাগরিতেই আগের চেয়ে অর্থনৈতিক সুবিধা বাড়ানো হয়েছে। এছাড়াও বর্তমান চুক্তির চেয়ে নতুন চুক্তিতে প্রতিটি ক্যাটাগরিতেই সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। আমরা আশা করি খেলোয়াড়রা মাঠে শতভাগ উজার করে নিজেদের যোগ্যতা প্রমাণ করে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হাসিল করবেন। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/০৯ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2M97LEy
August 09, 2019 at 06:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top