দিনাজপুর, ০১ আগস্ট- বিশ্বকাপের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলার জন্য বাংলাদেশ দল এখন রয়েছে শ্রীলঙ্কায়। কিন্তু এই সিরিজে অংশ নিতে পারেননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ব্যাটসম্যান লিটন কুমার দাস। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য তিনি রয়ে গেছেন দেশে। ২৮ জুলাই জীবনের দ্বিতীয় ইনিংস (বিয়ে) শুরু করেছিলেন দিনাজপুরের ছেলে। ওইদিন সকালে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে তার বিয়ে সম্পন্ন হয়। রাজধানীতে বিয়ে সম্পন্ন হলেও নিজের জেলা শহর দিনাজপুরে তিনি বুধবার আয়োজন করেন বৌ-ভাত অনুষ্ঠান। দিনাজপুরের গ্রিন ভিউ কমিউনিটি সেন্টারে বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন। লিটনের স্ত্রীর নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিত। তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এর আগে নিউজিল্যান্ড সিরিজ শেষে হিন্দু ধর্মীয় রীতিতে লিটন দাস এবং সঞ্চিতের আশীর্বাদ সম্পন্ন হয়। ওই সময় দিনাজপুর শহরে নিজের বাড়িতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর্শীবাদে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/০১ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LSU6Bj
August 01, 2019 at 04:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top