ক্রিকেট বিশ্বের সবচেয়ে দূর্ভাগা দলটির নাম নিউজিল্যান্ড। পরপর দুবার বিশ্বকাপের ফাইনালে উঠলেও ট্রফি ছুঁয়ে দেখা হলো না কিউইদের। ২০১৯ বিশ্বকাপ তো আম্পায়ারের ভুলে ট্রফি নিতে পারলো না ঘরে। হলো রানার্স আপ। এমন সুযোগ আবার কবে আসবে তা কে বলতে পারে। কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন হতে না পারলেও একটি ক্ষেত্রে অন্তত নিজেদের শীর্ষে নিয়ে যাওযার সুযোগ পেয়ে গেছে কিউইরা। বুধবার (১৪ আগস্ট) থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ডের। এই সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ (২-০) করতে পারলেই টেস্ট র্যাংকিংয়ে ভারতকে পেছনে ফেলে শীর্ষে উঠে যেতে পারবে কেন উইলিয়ামসনের দল। ১১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বিরাট কোহলির ভারত। তাদের চেয়ে মাত্র ২ পয়েন্ট কম নিউজিল্যান্ডের। কিউইদের পয়েন্ট ১১১। আগামীকাল থেকে গলে শুরু হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের মধ্যকার এই ২ টেস্টের সিরিজ আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। শ্রীলঙ্কানদের এখন যে অবস্থা, তাতে তাদেরকে ২ ম্যাচের এই সিরিজে ২-০ ব্যবধানেই হারানো সম্ভব নিউজিল্যান্ডের। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের জন্য কিউইরা চারজন স্পিন স্পেশালিস্ট নিয়ে শ্রীলঙ্কায় এসেছে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, এই তিনদিক দিয়েই বলতে গেলে নিউজিল্যান্ড এখন বিশ্বের সেরা দল। এবার সেই শ্রেষ্ঠত্ব মাঠে দেখানো এবং কাগজে-কলমে প্রতিষ্ঠা করার দারুণ সুযোগ কিউইদের সামনে। ১১১ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করতে যাওয়া নিউজিল্যান্ড যদি এই টেস্টে ২-০ তে জেতে, তাহলে তাদের মোট পয়েন্ট হয়ে যাবে ১১৫। সে ক্ষেত্রে ভারতের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে যাবে তারা। যদি ১টি ম্যাচ জেতে এবং অন্যটি ড্র হয়, তাহলে নিউজিল্যান্ডেরও পয়েন্ট হবে ১১৩। ভগ্নাংশের নিরিখে ভারতই থাকবে শীর্ষে, কিউইরা দুই নম্বরেই থাকবে। আর যদি কোনোভাবে একটি টেস্ট হেরে যায়, অন্য টেস্ট জিতলেও তাদের পয়েন্ট যাবে ২ কমে। তখন কিউইদের মোট পয়েন্ট দাঁড়াবে ১০৯। কোনো টেস্টই যদি না জিততে পারে এবং একটি ড্র করে তাহলে তাদের পয়েন্ট হবে ১০৫, দ্বিতীয় স্থান থেকে নেমে যাবে চতুর্থ স্থানে। আর যদি লঙ্কানদের কাছে ২ টেস্টেই হেরে যায়, তাহলে আরও বড় অধপতন ঘটবে কিউইদের। তখন পয়েন্ট হয়ে যাবে ১০৩, অবস্থান থাকবে চতুর্থ। শ্রীলঙ্কার পয়েন্ট ৯৪ থেকে হয়ে যাবে ৯৯ এবং তারা উঠে আসবে পঞ্চম স্থানে। তবে দুই টেস্টই যদি ড্র হয়, কেউ না জেতে, কেউ না হারে- তাহলে নিউজিল্যান্ডের পয়েন্ট হবে ১০৯। তারা থাকবে দ্বিতীয় স্থানেই। সূত্র: পূর্বপশ্চিম আর/০৮:১৪/১৩ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Z4FvbS
August 13, 2019 at 10:14AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.