ঢাকা, ৩১ আগস্ট- চিত্রনায়িকা অপু বিশ্বাস। নানা কারণে আলোচিত এই নায়িকা শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ছবি দিয়ে বড়পর্দায় ফিরছেন অক্টোবরে। এ ছাড়া তার হাতে রয়েছে শর্টকাট নামে আরও একটি ছবি। এই দুই ছবি ও বিভিন্ন বিষয়ে কথা হয় তার সঙ্গে। অক্টোবরে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ-এর সিক্যুয়াল শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু। এ ছবি নিয়ে আপানার প্রত্যাশা কতটুকু? দেবাশীষ দা (দেবাশীষ বিশ্বাস) একজন ভালো নির্মাতা। ১৬ বছর আগে তিনি নির্মাণ করেছিলেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ। সেখানে অভিনয় করেছিলেন রিয়াজ ভাই ও শাবনূর আপা। এবারের ছবিটিতে আমি শাবনূর আপার জায়গায় অভিনয় করছি। এটা অবশ্যই ভালো লাগার দিক। আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু আমি নিজে এই ছবির কাজ নিয়ে সন্তুষ্ট তাই প্রত্যাশা অনেক বেশি। ছবিটির আগের পর্ব দারুণ দর্শক প্রশংসিত হয়। আশা করছি দর্শক এবারও নিরাশ হবেন না। এই ছবির সঙ্গে একইদিনে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত শাহেনশাহ। অনেকেই বলছেন, এবার দেখা যাবে শাকিব-অপুর লড়াই। আপনি বিষয়টি কীভাবে দেখছেন? শাকিব খানের ছবির সঙ্গে আমার ছবির তুলনা করতে চাই না। শাকিব নিয়মিত কাজ করছেন। তিনি ব্যস্ত আর্টিস্ট। অভিনয়ই হচ্ছে শাকিবের ধ্যানজ্ঞান। ফলে তার সঙ্গে আমার তুলনা করলে তো হবে না। তাই এটাকে লড়াই বলা উচিত নয়। যে শিল্পী নিয়মিত কাজ করে, যে শিল্পী বর্তমান চলচ্চিত্রের সবচেয়ে বড় বিজ্ঞাপন, তার ছবির সঙ্গে অন্য ছবি মুক্তি পেলে সেটাকে প্রতিদ্বন্দ্বিতা বলটা শোভনীয় নয়। প্রায় শতাধিক হিট ছবি আপনি দর্শককে উপহার দিয়েছেন। এখনো কি ছবি মুক্তির সময় আগের মতো ভয় বা ভালো লাগা কাজ করে? এখন আর ভয় কাজ করে না। তবে ভালো লাগাটা আছে। কিন্তু সেটার পরিমাণও কমে গেছে! কারণ ইন্ডাস্ট্রি আগের জায়গায় নেই। আগে একটা ছবি মুক্তির আগে যতটা আনন্দ থাকত সেটা অনেকটাই চলে গেছে। আগের মতো আনন্দ কাজ করে না। এটা একজন শিল্পী হিসেবে আমার জন্য কষ্টের বিষয়। কলকাতার সুবীর ম-ল পরিচালিত শর্টকাট ছবির কাজের কী অবস্থা? জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা এই ছবির গল্পে আমার চরিত্রের নাম নূরজাহান। এটি একটি চমৎকার চরিত্র। ছবির বেশিরভাগ অংশের কাজ শেষ। এ ছবির গল্পটি অসাধারণ। আমরা সবাই অনেক আনন্দের সঙ্গে কাজটি করছি। কলকাতার ছবিতে আমার প্রথম কাজ এটি। আমার অংশের অল্প কিছু কাজ বাকি। অবসর সময় কাটে কীভাবে? শিল্পীর অবসর বলতে কিছু নেই। এখন আমি নিয়মিত জিম করছি। সুইমিং করছি। একটু শুকানোর অর্থাৎ আবারও ওজন কমানোর চেষ্টা করছি। ডায়েট চার্ট মেনে ওজন কমানো তো কঠিন হয়ে যায়। আর আমার ছেলে আব্রামকে সময় দিচ্ছি। আব্রামকে স্কুলে দেওয়া-নেওয়াসহ বিভিন্ন কাজ নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়। এভাবেই সময় কেটে যাচ্ছে। ভালোই আছি আমি। আর/০৮:১৪/৩১ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ZpjINf
August 31, 2019 at 04:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top