মুম্বাই, ২৮ আগস্ট- অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে বিয়ে করতে চান বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এজন্য বিয়ের প্রস্তাবও দিয়েছেন অভিনেতা। কিন্তু সেই প্রস্তাব আপাতত ফিরিয়ে দিয়েছেন নায়িকা। যদিও বিষয়টাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন সুশান্ত। বেশ কিছুদিন ধরে বিটাউনে গুঞ্জন, সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তী দুজনে নাকি ডেট করছেন। মুম্বাইয়ের বিভিন্ন রেস্তোঁরার বাইরে একসঙ্গে দেখা যাচ্ছে তাদেরকে। শুধু তাই নয়, সুশান্ত নাকি রিয়াকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন কিন্তু ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকায় অভিনেত্রী এই মুহূর্তে সাতপাকে বাঁধা পড়তে রাজি নন। এ বিষয়ে অবশেষে মুখ খুললেন সুশান্ত সিং রাজপুত। তবে রিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছেন কি না, এ বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি গুজব বলে উড়িয়ে দেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুশান্ত বলেন, তার সম্পর্ক নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলবেন। কিন্তু তা নিয়ে মাথা ঘামালে চলবে না। সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের ২৭ বছরের জন্মদিনের পার্টিতেও দেখা যায় রিয়া চক্রবর্তীকে। আর/০৮:১৪/২৮ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Zz9dlv
August 28, 2019 at 06:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top