নয়াদিল্লী, ১৯ আগস্ট - ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। যে কিনা এক হাজারের বেশি ভারতীয় ছবিতে গান করে ভক্ত দের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। রোববার (১৮ আগস্ট) তার বাড়িতে দেখা করতে গিয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারতীয় সঙ্গীত জগতের মধ্যমণি নিজেই তার সোশ্যাল মিডিয়ায় এ কথা জানিয়েছেন। লতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা জানিয়ে লিখেছেন, নমস্কার, আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, তার স্ত্রী সবিতা কোবিন্দ ও কন্যা স্বাতী কোবিন্দ এবং মহারাষ্ট্রের রাজ্যপাল বিদ্যাসাগর রাও, তার স্ত্রী বিনোদা রাও এবং মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বিনোদ তাওড় আমার বাড়িতে এসেছিলেন দেখা করতে। তাদের এই সাক্ষাতে আমি সম্মানীত বোধ করছি। রাষ্ট্রপতিও তার টুইটারে এ বিষয়ে লিখেছেন। টুইটারে লতা মঙ্গেশকরকে ভারতের গর্ব বলে উল্লেখ করেছেন তিনি। সাধারণত রাষ্ট্রপতি কারো বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন না। তবে এক্ষেত্রে লতার সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি মিলিত হয়েছিলেন। শিল্পীর শরীর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, শুধু হিন্দি নয়, এছাড়া ভারতের ২০টি আঞ্চলিক ভাষাতেও গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। বাংলাতেও তিনি অনেক গান করেছেন। ২০০১ সালে ভারতের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন পাওয়া তিনিই দ্বিতীয় সঙ্গীতশিল্পী। ১৯৮৯ সালে দাদা সাহেব পুরস্কার দেওয়া হয়েছে তাকে। এছাড়াও অসংখ্য পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। এন এইচ, ১৯ আগস্ট.
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33LCEUP
August 19, 2019 at 10:23AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন