ঢাকা, ১৭ আগস্ট - দুই বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসাবে নিয়োগ পেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ক্রেইগ ডোমিঙ্গো। শনিবার এক বিশেষ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিজ্ঞপ্তিতে বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপানের তরফ থেকে জানানো হয়, ২১ আগস্ট থেকে বাংলাদেশের সঙ্গে কাজ শুরু করবেন ডোমিঙ্গো। এই সময় থেকে টানা দুইবছর টাইগারদের কোচ হিসাবে কাজ করে যাবেন তিনি। এদিকে টাইগারদের কোচ হওয়ার পর বাংলাদেশ দল ও নিজের অবস্থান নিয়ে মুখ খুলেন ডোমিঙ্গো। বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সংযুক্ত হতে পেরে সম্মানবোধ করছি। আমি বাংলাদেশ ক্রিকেট দীর্ঘদিন ধরে অনুসরণ করছি। তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। যাই হোক, আমার লক্ষ্য তাদের সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়া। তিনি আরো বলেন, আমি দলের জন্য ভবিষ্যত ক্রিকেটারদের গড়ে তুলতে চাই। আশা করছি প্রতিভাবান যেসব ক্রিকেটার রয়েছে তাদেরকে এক ছাতার নিচে নিয়ে আসতে পারব। এন এইচ, ১৭ আগস্ট.



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/31Kgkcm
August 17, 2019 at 01:36PM
17 Aug 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top