ঢাকা, ২৩ আগস্ট- ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। একটা সময় অশ্লীল ছবিতে অভিনয় করে বিতর্কিত হয়েছিলেন তিনি। আবার দেশীয় সিনেমায় যখন বেহাল দশা তখনই তিনি চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। চলচ্চিত্রের ক্রান্তিলগ্নে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিনেমা সংখ্যা কম হওয়ায় ভারতীয় বাংলা সিনেমা আমদানি করে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হচ্ছে। আর এই বিষয়টি কোনও ভাবেই মেনে নিতে পারছেন না ডিপজল। ছবি সংকটের কারণে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে চারটি ছবি নির্মাণ করবেন। তাছাড়াও তার প্রতিষ্ঠান থেকে প্রতিবছর ছবি নির্মাণ করে যাবেন। বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা ভালো নয়। ভারতীয় বাংলা ছবি আমদানি করে প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হচ্ছে। বিষয়টি একেবারেই মেনে নিতে পারছেন না ডিপজল। ছবি সংকটের কারণে নিজেই চারটি ছবি প্রযোজনা করছেন তিনি। ডিপজল বলেন, আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন করে চারটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছি। ছবিগেুলোতে আমি অভিনয় করবো। বর্তমানে ছবিগুলোর গল্পের কাজ চলছে।একটি ছবির পরিচালক শাহীন সুমন। বাকি তিন ছবির পরিচালকের নাম সেপ্টেম্বর মাসের শুরুতে জানানো হবে। আর/০৮:১৪/২৩ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30u1XZs
August 23, 2019 at 10:19AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন