প্রশ্ন: কোরবানির ঈদের প্রস্তুতি কেমন? উত্তর: বান্দরবানে বিশ্বসুন্দরীর তৃতীয় পর্বের কাজ শেষ হলো। আজ ফিরবো ঢাকায়। আর কোরবানি আজীবন দিতে চাই, আল্লাহ যেন তওফিক দেন আমায়। গত কয়েক বছর আমি এফডিসিতে গরু কোরবানি দিয়ে আসছি। মূলত, আমাদের সহকর্মী যারা একটু অস্বচ্ছল কোরবানি দিতে পারেন না, তাদের জন্য এই উদ্যোগ নিয়ে থাকি। চেষ্টা করি তাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে। জানি না কতটুকু করতে পারি। তবে আমার দিক থেকে চেষ্টার ত্রুটি থাকে না। প্রশ্ন: ঈদ নিয়ে ছোটবেলার কোন স্মৃতি... উত্তর: অনেক স্মৃতি... থাক, আর না বলি, নানি আর বড় আন্টিকে অনেক মিস করবো। প্রশ্ন: বিশ্ব সুন্দরীর শুটিংয়ের কি অবস্থা? উত্তর: দারুণ কাজ হয়েছে। মনে একটা শান্তি নিয়ে বাড়ি ফিরছি। যদি আরেকটু বাড়িয়ে বলতে চাই, শুধু শান্তি না কেমন যেন আত্মার প্রশান্তিও পেয়েছি এই কাজে। প্রশ্ন: সহকর্মী হিসেবে সিয়ামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? উত্তর: ও তো জাস্ট বিন্দাস একটা ছেলে। আমাদের রসায়ন বা বন্ডিংটা এমন হয়ে গেছে- লাইক স্কুল ফ্রেন্ড। হা. হা.. হা... মানুষ হিসেবে সিয়াম বেশ ইনোসেন্ট। প্রশ্ন: আর পরিচালক হিসেবে চয়নিকা চৌধুরী... উত্তর: চয়নিকাদি অন্য রকম একটা মানুষ। একেবারে ইমোশনালে ভরা। তিনি অনেকটাই আবেগী, কিন্তু কাজে এক চুলও ছাড় দেন না। উফ, এবার তো বান্দরবানে অনেকটা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে শুট করলেন তিনি। ভরসা করার মতো মানুষ চয়নিকাদি। আই জাস্ট লাভ হার। প্রশ্ন: ফেসবুকে অনেক আপডেট ছিলেন, এখন কম পাচ্ছি... উত্তর: কাজে থাকলে এসব হয় না এখন। কাজে শতভাগ ফোকাস দিতে চাই। মূলত এই ছবিটা এমনই একটি ছবি। তাই পুরোপুরি ছবিতেই মনোনিবেশ করতে ফেসবুকে কম সময় দেই। প্রশ্ন: ওয়েব সিরিজ করছেন, তাহলে কি ছোট পর্দায় আবারও ফিরবেন? উত্তর: ছোট পর্দায় আমি তো রেগুলারই আছি হা. হা.. হা...। আমার টিভিসি না দেখে কোন প্রোগ্রাম দেখেন আপনি!!! আর/০৮:১৪/০৯ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YCCtfF
August 09, 2019 at 10:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top