ঢাকা, ৮ আগস্ট- নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন চিরসবুজ খ্যাত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। গানের শিরোনাম হৃদয় নিয়ে খেলা। আহমেদ রিজভীর কথায় এর সুর-সংগীত করেছেন কিশোর। গানটি প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ এ প্রতিবেদককে বলেন, ভক্ত-শ্রোতারা বিশেষ দিবসগুলোতে প্রিয় শিল্পীর কাছ থেকে নতুন কোনো আয়োজন আশা রাখে। আর শিল্পীরাও বিশেষ এই দিনগুলোতে ভক্ত-শ্রোতাদের কিছু দিতে চান। তাই এবার ঈদে এই গানটি প্রকাশ করছি। ব্যস্ততার কারণে এবার ঈদের অনুষ্ঠানগুলোতে অংশ নিতে পারিনি। আশা করি, নতুন এই গানটি সবার ভালো লাগবে। কুমার বিশ্বজিৎ আরও বলেন, ঢাকঢোল পিটিয়ে গান-বাজনা করার ইচ্ছে আমার নেই। আমি নিরবে কাজ করতে পছন্দ করি। নতুন বেশ কিছু গানের কাজ করছি। আগামী ভক্তদের বেশ কিছু নতুন গান উপহার দেওয়া হবে। জানা গেছে. কুমার বিশ্বজিতের হৃদয় নিয়ে খেলা গানটি প্রকাশ হবে সাউন্ডটেকের ব্যানারে। আর/০৮:১৪/০৮ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GStbS4
August 08, 2019 at 10:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top