মুম্বাই, ২২ আগস্ট- বলিউড সুপারস্টার অভিতাভ বচ্চনের এখন ৭৬ বছর বয়স। নানা জটিল রোগ নিয়ে বেঁচে আছেন তিনি। প্রায় ২০ বছর আগে তার লিভারের ৭৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। এমন কী তার টিবি ও হেপাটাইসিস বি রয়েছে। এতো রোগ নিয়ে মনের আনন্দেই দিব্যি চলে ফিরে বেড়াচ্ছেন তিনি। এবার নিজের এই ভালো থাকার রহস্য জানালেন বিগবি। ইয়াং অ্যাংরি ম্যান হিসেবে খ্যাত অমিতাভ জানালেন , ২০০০ সালে টিউবারকিউলোসিস-এর চিকিৎসা হয় তার। তারও ৮ বছর আগে থেকে নাকি লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। নিজের রোগের কথা জানার পর মোটেও ভেঙে পড়েননি তিনি। নিয়মিত চিকিৎসা করেছেন আর ঠিক মতো মেনে চলেছেন চিকিৎসকের পরামর্শ। অমিতাভ বচ্চন বলেন, অসুস্থ কোনো মানুষকে উৎসাহ দিতে আমি সব সময় আমার নিজের কথা বলি। নিজের রোগের কথা আগে নিজেকেই ভালো ভাবে জেনে নিতে হবে। সবাই জানাতে আমার দ্বিধা হয় না। আমার টিবি রয়েছে, আমি হেপাটাইটিস বি তে ভুগছি। আমার লিভারের ৭৫ শতাংশ অকেজো। কিন্তু যেহেতু আমি ২০ বছর পরেও রোগকে চিহ্নিত করতে পেরেছিলাম, তাই ৭৫ শতাংশের পর ২৫ শতাংশ লিভার নিয়েও আমি বেঁচে আছি। অমিতাভ বচ্ছন আও বলেন, ২০০০ সাল থেকেে আমি টিবির চিকিৎসা নিই। বসতে ও শুয়ে থাকতে খুব কষ্ট হতো। আমি ৮-১০টা পেনকিলার খেয়ে থাকতাম। বর্তমানে অমিতাভ বচ্চন টিবি, পোলিও, ডায়াবিটিস ও হেপাটাইটিস বি-র মতো নানা রোগ নিয়ে সচেতনা বৃদ্ধির কাজ করেন। তিনি বলেন, রোগ নিরাময়ের জন্য নিয়মিত চিকিৎসা নেওয়ার কোনো বিকল্প নেই। আর/০৮:১৪/২২ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ZoT9H2
August 22, 2019 at 09:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top