নয়া দিল্লী, ০৮ আগস্ট- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই দারুণ এক রেকর্ড অপেক্ষা করছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির জন্য। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যারিবীয়দের বিপক্ষে ৭৭ রান করতে পারলেই এ হবে কোহলির জন্য। এখনও পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ২৩৬ ম্যাচ খেলে ১১২৮৬ রান করেছেন কোহলি। সীমিত ওভারের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার অবস্থান নবম। কোহলির এক ধাপ ওপরে রয়েছেন তারই স্বদেশি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। অবসরে যাওয়ার আগে ৩১১ ম্যাচ খেলে ১১৩৬৩ রান করেছেন ভারতের সাবেক অধিনায়ক। তাই আজ (বৃহস্পতিবার) ৭৭ রান করতে পারলেই গাঙ্গুলিকে ছুঁয়ে ফেলবেন কোহলি, উঠে যাবেন সীমিত ওভারের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার অষ্টম অবস্থানে। যা তাকে ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের তকমাও এনে দেবে। যথারীতি ১৮৪২৬ রান নিয়ে এ তালিকায় সবার ওপরে শচিন টেন্ডুলকার। এদিকে এ ম্যাচে মাত্র ১৯ রান করলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান করা ব্যাটসম্যান হয়ে যাবেন কোহলি। ক্যারিবীয়দের বিপক্ষে ৭ সেঞ্চুরিতে এরই মধ্যে ১৯১২ রান করে ফেলেছেন কোহলি। তার সামনে রয়েছেন কেবল পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান জাভেদ মিঁয়াদাদ। তার নামের পাশে রয়েছে ১৯৩০ রান। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/০৮ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KlhB3K
August 08, 2019 at 09:41AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন