মুম্বাই, ২০ আগস্ট- ব্যতিক্রম ধর্মী এক সিনেমা পোস্টার নিয়ে হাজির হলেন বলিউডের জনপ্রিয় নায়ক অজয় দেবগন। সোমবার দুপুরে তার অভিনীত নতুন ছবি ময়দান এর প্রথম পোস্টার প্রকাশ হয়েছে। আর এই পোস্টারটি নিজেই টুইট করেছেন অজয়। ছবিটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন। অজয় ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। পোস্টারে দেখা যাচ্ছে, শুধু একটা গোলকের ছবি। যেটা দেখতে একটি ফুটবলের মতো। অজয় পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, দি গোল্ডেন ইরা অফ ইন্ডিয়ান ফুটবল ১৯৫২-১৯৬২। জানা গেছে, অমিত শর্মা পরিচালিত এই ছবিতে ভারতীয় ফুটবলের পুরোনো দিনের গল্প তুল ধরা হচ্ছে। সে সময়ে ভারতের ফুটবল টিমে কোচ ও ম্যানেজার ছিলেন এস এ রহিম।। সৈয়দ আবদুল রহিমকেই আধুনিক ভারতীয় ফুটবলের স্রষ্টা মনে করা হয়। তার নেতৃত্বেই ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিকে সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল ভারতীয় দল। বনি কাপুর, আকাশ চাওলা এবং অরুণাভ জয় সেনগুপ্ত প্রযোজিত ময়দান ছবি মুক্তি পাবে ২০২০ সালে। আর/০৮:১৪/২০ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Zgii2K
August 20, 2019 at 09:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top