নয়াদিল্লী, ১০ আগস্ট - ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে উত্তেজনা চরমে। মুসলিম অধ্যুষিত ওই এলাকায় হঠাৎ আগমন ঘটে মহেন্দ্র সিং ধোনির। ভারতের হয়ে দুবার (টি-টুয়েন্টি ও ওয়ানডে) বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন তিনি। দেশে তার জনপ্রিয়তা যত বেশি কাশ্মীরে ততটাই কম। কাশ্মীরে ধোনির চেয়ে বেশ জনপ্রিয় পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। এক গণমাধ্যমে এমন খবর প্রকাশ হয়েছে। সংবাদমাধ্যমে বলা হয়েছে, ধোনি কাশ্মীরিদের বিপক্ষে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কাজ করছেন। মুসলিম অধ্যুষিত কাশ্মীরের জনগণ তাই বুম বুম আফ্রিদি স্লোগানে ধোনিকে বরণ করে নেন। তারা বুঝাতে চেয়েছেন পুলওয়ামার জনগণের কাছে ধোনির চেয়ে আফ্রিদিই তাদের কাছে বেশি ফেভারিট। প্রসঙ্গত, গত সোমবার ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে নরেন্দ্র মোদির সরকার। কেড়ে নেয়া হয়েছে জম্মু-কাশ্মীর ও লাদাখের বিশেষ মর্যাদা। ফলে ভূস্বর্গে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। সেই পরিস্থিতে জম্বু-কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর ১০৬ টেরিটরি আর্মি ব্যাটেলিয়নের সঙ্গে আছেন ধোনি। জম্বু-কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর ১০৬ টেরিটরি আর্মি ব্যাটেলিয়নের সঙ্গে আছেন ২০১১ সালে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল উপাধি পাওয়া ভারতীয় সাবেক এ অধিনায়ক। আফ্রিদি কাশ্মীরের ওই বিশেষ সুবিধা বঞ্চিত করার ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের পাশে থেকেছেন। আর ধোনি ভারতীয় সেনাবাহিনীর হয়ে কাশ্মীরিদের আন্দোলন থামাতে এসেছেন বলেই কাশ্মীরিদের ধারণা। স্পোর্টস ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকট্রেকার তাদের প্রতিবেদনে জানায়, ভারতজুড়ে ধোনির প্রচুর ভক্ত থাকলেও কাশ্মীরে তার তেমন কোনো ভক্ত নেই। যখন ধোনি কাশ্মীরে পৌঁছান তখন তাকে অভ্যর্থনা জানানোর বিপরীতে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদির নামে স্লোগান দিতে থাকেন। এ নিয়ে ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক ও টুইটারে ভাইরাল হয়েছে। এদিকে সংবাদমাধ্যমের দাবি, ভিডিওটি পুরনো। ২০১৭ সালে একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে অতিথি হিসাবে গিয়েছিলেন তিনি। এটি সেই সময়ের ভিডিও বলেই মনে করা হচ্ছে। সূত্র: ক্রিকট্রেকার, দ্য ক্রিকেট টাইমস এন এ/ ১০ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YG1pmw
August 10, 2019 at 08:36AM
10 Aug 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top