ঢাকা, ১৫ আগস্ট - আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে বাঙালি জাতি শ্রদ্ধার সঙ্গে পালন করছে দিনটি। প্রত্যেকেই যার যার অবস্থান থেকে স্মরণ করছেন হাজার বছরের শ্রেষ্ঠ এ বাঙালিকে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন জাতির পিতাকে। তিনি লিখেছেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলার স্বপ্ন না দেখলে তিনি বাংলাদেশের সাকিব হতে পারতেন না। বাংলাদেশ থাকত পরাধীন একটি দেশ। সাকিবের ভাষায়, আমাদের মাঝে আপনি আজ না থাকলেও আপনার কথা, কাজ ও চেতনা থেকে আরও সুন্দর একটা বাংলাদেশ গড়ার প্রেরণা পাই আমরা। আপনি যদি এই স্বাধীন বাংলাদেশের স্বপ্নটা না দেখাতেন তবে আমি বাংলাদেশের সাকিব হতে পারতাম না। প্রয়াণ দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের জাতির পিতা ও মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি সেই কাল রাতে নিহত হওয়া উনার পরিবারের বাকি সদস্যদেরও। আমরা শোকাহত। এন এইচ, ১৫ আগস্ট.



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2H7lCXG
August 15, 2019 at 12:03PM
15 Aug 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top