ঢাকা, ২৯ আগস্ট - অবেশষে ঠিক হলো মুক্তির তারিখ। সবকিছু ঠিক থাকলে আসছে সেপ্টেম্বরেই পরিচালক হিসেবে অভিষেক ঘটবে গোলাম সোহরাব দোদুলের। আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে তিনি নির্মাণ করেছেন সাপলুডু। সিনেমাটি আগামী ২৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে। এই তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক গোলাম সোহরাব দোদুল। নির্মাতা বলেন, অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। আমরা ২৭ সেপ্টেম্বর তারিখটি নির্দিষ্ট করেছি সাপলুডু মুক্তি দেব বলে। আগামী রোববার একটি অনুষ্ঠান করে এই বিষয়ে বিস্তারিত জানো হবে। গত বছরের জুলাই মাসে ছবি নির্মাণের ঘোষণা দেন গোলাম সোহরাব দোদুল। ২৬ অক্টোবর থেকে শুরু হয় সিনেমাটির শুটিং। চলেছে ৩ ডিসেম্বর পর্যন্ত। ২৬ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে সিনেমাটির ফাস্ট লুক। যা দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। সম্প্রতি প্রকাশ হওয়া ছবিটির একটি গানও প্রশংসা পেয়েছে। সেখানে আরিফিন শুভ ও মিমের রোমান্স নজর কেড়েছে সবার। প্রসঙ্গত, সাপলুডু ছবিতে আরিফিন-মিমের পাশাপাশি আরও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, জাহিদ হাসানসহ অনেকে। সিনেমাটি নির্মাণের পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্যও রচনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। এন এইচ, ২৯ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ZoDR5T
August 29, 2019 at 12:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top