নয়াদিল্লী, ১৬ আগস্ট - না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও তামিলনাড়ু দলের উদ্বোধনী ব্যাটসম্যান চন্দ্রশেখর। এ ঘটনায় ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৭ বছর। চন্দ্রশেখরের মৃত্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ড ছাড়াও সাবেক ও বর্তমান দলের বেশ কয়েকজন ক্রিকেটার গভীর শোক জানিয়েছেন। ১৯৮৮ থেকে ৯০ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে সাতটি ওয়ানডে খেলেন এই ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান। যেখানে ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৭ বলে ৫৩ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন তিনি। হার্ডহিটার এই ব্যাটসম্যান অবশ্য ঘরোয়া ক্রিকেটেই বেশি সাফল্য পেয়েছিলেন। তামিলনাড়ুর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ১৯৮৭-৮৮ মৌসুমে রাজ্যের হয়ে দ্বিতীয় রঞ্জি ট্রফি জয় করেন। সেবার উত্তর প্রদেশের হয়ে কোয়ার্টার ফাইনালে ১৬০ ও ফাইনালে রেলওয়ের হয়ে ৮৯ রান করেন। প্রথম শ্রেণির ক্রিকেটে চন্দ্রশেখর ৪৩.০৯ গড়ে ৪৯৯৯ রান করেছেন। এছাড়া তিনি জাতীয় দলের কোচিং থেকে শুরু করে আইপিএলে চেন্নাই সুপার কিংসের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। এন এইচ, ১৬ আগস্ট.
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Z7nAgT
August 16, 2019 at 12:13PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন