ঢাকা, ৮ আগস্ট- বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। বুধবার (৭ আগস্ট ) সন্ধ্যার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার স্ত্রী কন্যা সন্তানের জন্ম দেন। সোহান ও তার স্ত্রী তাসনিম ইসলাম লিসার ঘর আলো করে পৃথিবীতে এসেছে তাদের প্রথম সন্তান। এর আগে ২৩ বছর বয়সে বিয়ে করেন এই ক্রিকেটার। ২০১৭ সালের জুন মাসে খুলনার পাত্রী তাসনিম ইসলাম লিসার সঙ্গে শুভ পরিণয় ঘটে সোহানের। স্ত্রী লিসার সাথে সোহানের পরিচয় ছিল আগে থেকেই। সোহান-লিসা দুজনই একসঙ্গে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ও খুলনার নর্দান ইউনিভার্সিটিতেও একসঙ্গে পড়ালেখা করেছেন। মূলত কলেজ জীবনেই হয়েছিল তাদের মন দেয়ানেয়া। এবার বিয়ের ২ বছর পর সুখের সংসারে তাদের কোল জুড়ে এলো প্রথম সন্তান। ২৫ বছর বয়সে কন্যা সন্তানের বাবা হলেন সোহান। জাতীয় দলে বারবার সু্যোগ পেলেও সুবিধা করতে পারেনি সোহান। তবে ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে বাংলাদেশ এ দল, হাইপারফরম্যান্স ইউনিটের নিয়মিত মুখ খুলনার এই ক্রিকেটার। সেখানে যথেষ্ট সফল এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাত্র ১৪টি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি। যার মধ্যে ৩টি টেস্ট, ২টি ওয়ানডে ম্যাচ ও ৯টি টি-২০ ম্যাচ। ২০১৬ সালের ১৫ জানুয়ারি তার নিজ শহর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল এই ডানহাতি ব্যাটসম্যানের। নুরুল হাসান সোহান জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ মাঠে নেমেছেন ২০১৮ সালের ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/০৮ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yOHtOQ
August 08, 2019 at 06:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top