লন্ডন, ১৯ আগস্ট- এক টেস্টে কত না নাটক দেখা গেল! কখনও বৃষ্টির হানা, কখনও জোফরা আর্চারের আগুনের গোলা, কখনও মাথায় আঘাত নিয়েও স্টিভেন স্মিথের দলকে টেনে নেয়া। শেষপর্যন্ত জিতলো না ইংল্যান্ড-অস্ট্রেলিয়া কোনো দলই। ঘটনাবহুল লর্ডস টেস্ট নিষ্পত্তি হলো ড্রয়ে, তবে অবশ্যই উত্তেজনা ছড়িয়েই। কনকাশনের লক্ষণ (মাথায় বলের আঘাত লাগার পর) দেখা দেয়ায় টেস্টের চতুর্থ দিনই নিজেকে সরিয়ে নেন স্টিভেন স্মিথ। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে কনকাশনের কারণে স্থলাভিষিক্ত হন মার্নাস লাবুসচাগনে, আর শেষ পর্যন্ত তার দুর্দান্ত প্রতিরোধেই টেস্টটা ড্র করতে সক্ষম হয় বিপদে পড়া অস্ট্রেলিয়া। টেস্টের প্রথম দিনের পুরোটাই গিয়েছিল বৃষ্টির পেটে। বৃষ্টি যন্ত্রণা করেছে পরেও। তবে এমন এক টেস্টেও ফল বের করতে উঠেপড়ে লেগেছিল ইংল্যান্ড। তবে চতুর্থ ইনিংসে আর্চার-জ্যাক লিচদের তোপের মুখে পড়ে ২৬৭ তাড়া করার সাহস দেখায়নি অস্ট্রেলিয়া। চতুর্থ দিনে ৭১ রানেই ৪ উইকেট হারানো ইংল্যান্ড শেষদিন শুরু করেছিল ৪ উইকেটে ৯৬ রান নিয়ে। সেখান থেকে দলকে ৫ উইকেটে ২৪৮ রানের ইনিংস ঘোষণা পর্যন্ত নিয়ে যান বেন স্টোকস। ১৬৫ বলে ১১ বাউন্ডারি আর ৩ ছক্কায় ১১৫ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ফের আর্চারের তোপে পড়ে অস্ট্রেলিয়া। এবার তার সঙ্গে যোগ দেন জ্যাক লিচ। আরও একবার ব্যর্থ ডেভিড ওয়ার্নার (৫)। ক্যামেরুন বেনক্রফট (১৫), উসমান খাজাও (২) ভরসা দিতে পারেননি। ৪৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চোখে সর্ষে ফুল দেখছিল অসিরা। এর মধ্যে আবার নেই স্টিভেন স্মিথ। কি হবে, অজানা আশঙ্কা পেয়ে বসেছিল তাদের। তবে স্মিথের স্থলাভিষিক্ত হওয়া লাবুসচাগনে হতাশ করেননি। চতুর্থ উইকেটে ট্রাভিস হেডের সঙ্গে ৮৫ রানের জুটিতে বিপর্যয় কাটিয়ে উঠেন এই ব্যাটসম্যান। ৫৯ করে তিনি লিচের শিকার হন। এরপর দ্রুত আরও দুটি উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। তবে ট্রাভিস হেড একটা প্রান্ত ধরে ছিলেন। ৯০ বল খেলে ৪২ রানে থাকেন অপরাজিত। আর তাতেই ভয় কাটিয়ে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে সফরকারিরা। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/১৯ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Z30IUH
August 19, 2019 at 06:36AM
19 Aug 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top