লন্ডন, ১৪ আগস্ট - অ্যাশেজের দ্বিতীয় টেস্ট থেকে স্পিন অলরাউন্ডার মঈন আলিকে বাদ দিয়েছে ইংল্যান্ড। প্রথম টেস্টে ব্যাট-বল কোনোটাতেই বিশেষ কোনো অবদান রাখতে পারেননি তিনি। তার জায়গায় লর্ডস টেস্টের জন্য নেয়া হয়েছে স্লো বাঁহাতি স্পিনার জ্যাক লিচকে। এজবাস্টনের প্রথম টেস্টে বল হাতে দুই ইনিংসে ১৭২ রান খরচায় তিন উইকেট নেন মঈন। আর ব্যাট হাতে করতে পারেন দুই ইনিংসে মাত্র চার রান। ওই টেস্টের প্রথম ইনিংসে ৯০ রানের লিড নিয়েও অস্ট্রেলিয়ার কাছে ২৫১ রানের বিশাল ব্যবধানে হারে ইংল্যান্ড। এদিকে দল থেকে বাদ পড়ে ক্রিকেটই ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন মঈন। তবে একেবারে বিদায় নয়, সাময়িক বিরতি নিয়েছেন এ অফস্পিনিং অলরাউন্ডার। কবে নাগাদ ক্রিকেট মাঠে ফিরবেন, সে ব্যাপারেও কিছু জানাননি তিনি। তবে এ ঘোষণাটিও মঈন নিজে দেননি, দেয়া হয়েছে তার কাউন্টি দল উর্স্টারশায়ারের পক্ষ থেকে। লর্ডস টেস্টের দল থেকে বাদ দেয়ার পর, বোর্ডের পক্ষ থেকে তাকে বলা হয়েছিল কাউন্টি ক্রিকেটে খেলে নিজেকে ঠিক রাখার ব্যাপারে। ধারণা করা হয়েছিল অচিরেই উর্স্টারশায়ারের হয়ে খেলতে নেমে যাবেন তিনি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কাউন্টির পক্ষ থেকে বলা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিচ্ছেন মঈন আলি। বিরতি শেষে পুনরায় কাউন্টি দলে যোগ দেবেন তিনি। তবে বিরতি ঠিক কবে শেষ হবে, এ ব্যাপারে কাউন্টির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এদিকে দল থেকে বাদ পড়ে মঈন বিরতি নিলেও, এটিতে খুব একটা চিন্তিত নন ইংলিশ টেস্ট অধিনায়ক জো রুট। তার মতে বিরতির পর নতুন উদ্যমে ক্রিকেট মাঠে ফিরবেন এ অফস্পিনিং অলরাউন্ডার। যা কি-না ইংল্যান্ড ক্রিকেট দলকেই আরও সাহায্য করবে। রুট বলেন, মঈনের সঙ্গে আমি অনেক কথা বলেছি। তাকে বোঝানোর চেষ্টা করেছি যে তার বর্তমান অবস্থান আসলে কী এবং তাকে মাঠে ফেরানোর জন্য আমাদের অবস্থান কী। আমার ভেবেছিলাম এখন কাউন্টি খেলাটাই তার জন্য ভালো হবে। যাতে করে উর্স্টারশায়ারের হয়ে ভালো খেলে, জাতীয় দলের জন্য নিজেকে তৈরি করতে পারে। এন এইচ, ১৪ আগস্ট.
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2N11ytH
August 14, 2019 at 10:51AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন