মুম্বাই, ০৯ আগস্ট - আত্মহত্যা করেছেন রাজামৌলি পরিচালিত তেলেগু ব্লকবাস্টার বাহুবলী সিনেমার অভিনেতা মধু প্রকাশের স্ত্রী ভারতী। মঙ্গলবার রাতে মনিকোন্ডার নিজ বাসভবনে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ভারতীর মরদেহ। তার আত্মহত্যার একদিন পর হায়দরাবাদ পুলিশের কাছে গ্রেফতার হয়েছেন অভিনেতা মধু প্রকাশ। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মধু প্রকাশের বিবাহবহির্ভূত সম্পর্ক মেনে নিতে পারেননি ভারতী। সেই ক্ষোভে আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি। প্রতিবেদনে যৌতুকের কারণে নির্যাতনের অভিযোগ এনেছে নিহত ভারতীর পরিবার। বেশ কিছুদিন ধরেই নাকি স্ত্রীর সঙ্গে মনোমালিন্য চলছিল অভিনেতা মধু প্রকাশের। এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন চলছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। পুলিশের জেরার মুখে মধু বলেন, ঘটনার দিন তাকে ভারতী ফোন করে আত্মহত্যা করার হুমকিও দেন। ওই দিনই সকাল ১০ টা নাগাদ শুটিংয়ের জন্য বেরিয়ে যান তিনি। স্ত্রী বলেছিলেন, তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি ফিরতে। কিন্তু তার পক্ষে তা সম্ভব হয়নি। ওই দিন সন্ধে সাড়ে সাতটা নাগাদ জিম থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান মধু। বহু দক্ষিণী ছবিতে অভিনয়ের পাশাপাশি এসএস রাজামৌলি পরিচালিত বাহুবলী-তেও একটি ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল মধু প্রকাশকে। ২০১৫ সালে ভারতীর সঙ্গে বিয়ে হয় তার। এন এইচ, ০৯ আগস্ট.



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ZM8Y7E
August 09, 2019 at 08:10AM
09 Aug 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top