মুম্বাই, ১২ সেপ্টেম্বর - বলিউড পরিচালক ডেভিড ধাওয়ানের কুলি নম্বর ওয়ান-এর শুটিং সেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাতে ছবির শুটিং সেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গেছে। ভারতের গণমাধ্যম জানায়, বুধবার প্রায় মধ্যরাতে (১টা নাগাদ) ডেভিড ধাওয়ানের কুলি নম্বর ওয়ান-এর সেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেসময় শুটিং সেটে প্রায় ১৫জন কর্মী উপস্থিত ছিলেন। আগুন লাগার ঘটনা নজরে আসতেই তরিঘরি তারা দমকল ও থানায় খবর দেন। সঠিক সময় দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। উল্লেখ্য, ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ডেভিড ধাওয়ানের কুলি নম্বর ওয়ান সেসময় বক্স অফিসে সুপারহিট ছবি। ছবিতে অভিনয় করেছিলেন গোবিন্দা ও করিশ্মা কাপুর। সেই ছবিরই রিমেক বানাচ্ছেন ডেভিড ধাওয়ার নিজে। ছবিতে করিশ্মা ও গোবিন্দার জায়গায় দেখা যাবে বরুণ ধাওয়ান ও সারা আলি খানকে। ২০২০ সালের মে মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এন এইচ, ১২ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34FnMba
September 12, 2019 at 10:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top