বিশ্ব ফুটবলে অন্যতম বৈচিত্রময় চরিত্র সুইডেনের সাবেক অধিনায়ক জ্বলাতান ইব্রাহিমোভিচ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের বড় বড় প্রায় সব দলেই খেলেছেন ৩৭ বছর বয়সী। ক্যারিয়ারের শেষ দিকে পৌঁছে তিনি এখন খেলছে যুক্তরাষ্ট্রের ক্লাব এলএ গ্যালাক্সিতে। তবে চলতি মৌসুম শুরুর আগে ইব্রার এজেন্ট মিনো রাইওলা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে ছেড়ে নতুন দেশের কোনো ক্লাবে নাম লেখাবেন সুইডিশ তারকা। সেটি হয়নি, ফলে এখনও এলএ গ্যালাক্সিতেই রয়েছেন ইব্রা। এরই মাঝে নতুন বোমা ফাটালেন আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়রসের পরিচালক ও বোর্ড সদস্য হোর্হে আনরো। তার মতে মৌসুমের মাঝ পথেই এলএ গ্যালাক্সি ছেড়ে আর্জেন্টিনার বোকা জুনিয়রসে নাম লেখাতে পারেন ইব্রা এবং এ বিষয়ে খোদ ইব্রাই আগ্রহ প্রকাশ করেছেন। রাইওলার জানানো ইব্রার দলবলদের গুঞ্জন যখন প্রায় স্তিমিত হওয়ার পথে, তখনই বোকা জুনিয়রস পরিচালক বলেন, এটা সত্যি যে ইব্রাহিমোভিচ বোকা জুনিয়রসের হয়ে খেলতে চেয়েছে এবং একইসঙ্গে এটাও সত্যি আমরা তাকে দলে ভেড়ানোর মতো অবস্থায়ই আছি। বর্তমানে ক্লাবটি দারুণ অবস্থায় আছে। আর্থিকভাবেও দারুণ জায়গায় আছে বোকা। ফলে আমরা ইব্রার চুক্তির টাকা পরিশোধ করতে পারবো। গত জুলাইতে রোমার ইতালিয়ান কিংবদন্তি ড্যানিয়েল ডি রসসিকে ক্লাবে ভেড়ানোর জন্য নানাভাবে প্রলুব্ধ করেছিল বোকা জুনিয়রস। পরে ফ্রি ট্রান্সফারেই তাকে দলে পেয়ে যায় ক্লাবটি। এবার ইব্রাহিমোভিচের জন্য দৌড়ঝাপ শুরু করেছে আর্জেন্টিনার অন্যতম সেরা দলটি। এলএ গ্যালাক্সিতে ইব্রাহিমোভিচের চুক্তি শেষ হবে চলতি মৌসুমেই। এখনও পর্যন্ত প্রায় দুই মৌসুমের মতো খেলে মাত্র ৫২ ম্যাচে ৪৮ গোল করেছেন ইব্রা। এ মৌসুম শেষে হয়তো আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়রসের জার্সি গায়ে দেখা যাবে ইব্রাহিমোভিচকে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ৩০ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2m9BjWW
September 30, 2019 at 10:12AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন