জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে উন্মোচন করা হলো ২০২২ কাতার বিশ্বকাপের লোগো। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে কাতারের রাজধানী দোহায় এই লোগো উন্মোচন করা হয়। ২০২২ বিশ্বকাপের লোগোতে চিত্রায়ণ করা হয়েছে অখণ্ড লুপ, যা আট সংখ্যাকে নির্দেশ করে টুর্নামেন্টের জন্য নির্ধারিত ৮টি স্টেডিয়ামকে বোঝানো হচ্ছে। আবার প্রতীকটির গায়ে যে বাঁক দেখা যায় তা দিয়ে মরু পাহাড়ের বালিয়াড়ির ঢেউকে বোঝানো হচ্ছে। ওই লুপকে একইসঙ্গে ইনফিনিটি চিহ্ন হিসেবেও চিত্রিত করা হয়েছে, যা দিয়ে এই আসরের আন্তঃসংযোগর বৈশিষ্ট্যকে প্রতিফলিত করছে। আরো জানা গেছে, প্রকাশিত এ লোগোটি আরবের স্পিরিট এবং কাতারের ঐতিহ্যকে ধারণ করে। এ বিষয়ে কাতারের বিশ্বকাপ আয়োজক কমিটি জানিয়েছে, তারা ইতোমধ্যে ৭৫ শতাংশ প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতোমধ্যে দুটি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে। এছাড়া আরও দুটি স্টেডিয়ামের নির্মাণ শেষের পথে। এন এইচ, ০৪ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zNgXG6
September 04, 2019 at 11:45AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন