চট্টগ্রাম, ০৪ সেপ্টেম্বর - দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের মোকাবেলা করবেন টাইগাররা। ব্যাটিং-বোলিং যাই করুন না কেন, শুরুটা ভালো করা জরুরি বলে মনে করছেন স্বাগতিক অধিনায়ক সাকিব আল হাসান। লম্বা পরিসরের ক্রিকেটে নবীনতম দল আফগানিস্তান। সেখানে প্রায় দুই দশক ধরে টেস্ট খেলছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে পরীক্ষায় কেমন করেন প্রিয় ক্রিকেটাররা তা দেখতে উন্মুখ দেশের কোটি ক্রিকেটপ্রেমী। তাদের আশ্বস্ত করে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামার আগে সাকিব বলেন, মৌলিক কাজগুলো ঠিকভাবে করতে হবে আমাদের। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই পূর্ণ মনোযোগ রাখতে হবে। টেস্ট জিততে হলে এর বিকল্প নেই। এগুলো করতে পারলে আশা করি ভালো কিছু হবে। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যাটসম্যানদের ওপর ভরসা করছি। কয়েক দিন ধরে কঠোর অনুশীলন করছে তারা। মাঠে সেটি বাস্তবায়ন করতে পারলে নিঃসন্দেহে ভালো কিছু হবে। বোলারদের নিয়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলেন, আমাদের ২০ উইকেট নেয়ার টার্গেট থাকতে হবে। যত দ্রুত তাদের গুটিয়ে দেয়া যায় তত ভালো। স্পিনারদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি পেসারদের অবদান রাখতে হবে। কোনো স্পিনারদের চেয়ে তাদের এগিয়ে থাকতে হবে। সূত্র : যুগান্তর এন এইচ, ০৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ljh6I9
September 04, 2019 at 09:42AM
04 Sep 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top