চট্টগ্রাম, ০৫ সেপ্টেম্বর- উপলক্ষ্যটা তৈরি হয়েছিল আফগানিস্তানের বিশ্বকাপ ব্যর্থতার ঠিক পরপরই, যখন তিন ফরম্যাটের অধিনায়কত্ব দেয়া হয় তরুণ লেগস্পিনার রশিদ খানের কাঁধে। বাকি ছিলো কেবল আনুষ্ঠানিকতা। যা হয়ে গেল আজ (বৃহস্পতিবার) বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে টস করতে নামার সঙ্গে সঙ্গেই। ক্রিকেটের অভিজাত ফরম্যাটে অধিনায়কত্ব করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার এখন আফগানিস্তানের রশিদ খান। তার এ রেকর্ডের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেল বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের নামও। কেননা সর্বকনিষ্ঠ অধিনায়ক রশিদের সঙ্গে প্রথম টস করা অধিনায়ক যে বাংলাদেশের সাকিবই। এ কীর্তি গড়ার পথে রশিদ ভেঙে দিয়েছেন প্রায় দেড় দশক আগে গড়া জিম্বাবুয়ের তাতেন্দা টাইবুর করা রেকর্ডটি। ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে হারারে টেস্টে যখন টস করতে নামেন টাইবু। তখন তার বয়স মাত্র ২০ বছর ৩৫৮ দিন। আর আজ টস করার সময় রশিদের বয়স টাইবুর চেয়ে ৮ দিন কম, ২০ বছর ৩৫০ দিন। সর্বকনিষ্ঠ অধিনায়কদের তালিকায় রয়েছে বাংলাদেশেরও দুইজনের নাম। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাত্র ২২ বছর ১১৫ দিন বয়সে অধিনায়কত্ব করেছিলেন সাকিব। তিনি রয়েছেন এ তালিকার ছয় নম্বরে। তালিকার দশ নম্বর নামটি সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২২ বছর ৩৫৩ দিন বয়সে টস করেছিলেন আশরাফুল। টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়কদের তালিকা অধিনায়ক বয়স দল প্রতিপক্ষ মাঠ সাল রশিদ খান ২০ বছর ৩৫০ দিন আফগানিস্তান বাংলাদেশ চট্টগ্রাম ২০১৯ টাটেন্ডা টাইবু ২০ বছর ৩৫৮ দিন জিম্বাবুয়ে শ্রীলংকা হারারে ২০০৪ এমএকে পতৌদি ২১ বছর ৭৭ দিন ভারত উইন্ডিজ বার্বাডোজ ১৯৬২ ওয়াকার ইউনিস ২২ বছর ১৫ দিন পাকিস্তান জিম্বাবুয়ে করাচি ১৯৯৩ গ্রায়েম স্মিথ ২২ বছর ৮২ দিন দ. আফ্রিকা বাংলাদেশ চট্টগ্রাম ২০০৩ সাকিব আল হাসান ২২ বছর ১১৫ দিন বাংলাদেশ উইন্ডিজ গ্রেনাডা ২০০৯ ইয়ান ক্রেগ ২২ বছর ১৯৪ দিন অস্ট্রেলিয়া দ. আফ্রিকা জো.বার্গ ১৯৫৭ জাভেদ মিয়াঁদাদ ২২ বছর ২৬০ দিন পাকিস্তান অস্ট্রেলিয়া করাচি ১৯৮০ মারে বিসেট ২২ বছর ৩০৬ দিন দ. আফ্রিকা ইংল্যান্ড জো.বার্গ ১৮৯৯ মো. আশরাফুল ২২ বছর ৩৫৩ দিন বাংলাদেশ শ্রীলংকা কলম্বো ২০০৭ সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/০৫ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32vSSju
September 05, 2019 at 09:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top