কলম্বো, ১৪ সেপ্টেম্বর- কলম্বোতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে প্রথম শিরোপা জেতার লক্ষ্যে দারুণ লড়ছে বাংলার ছেলেরা। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপে রীতিমত ধস নামিয়ে শিরোপায় একহাত দিয়ে রেখেছে সাকিব আকবর আলীরা। ইনিংসের দ্বিতীয় এবং নিজের প্রথম ওভারেই প্রথম ভারত শিবিরে আঘাত আনেন ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব। ভারতীয় ওপেনার অর্জুন আজাদকে শূন্য রানেই সাজঘরের পথ দেখান তিনি। পরের ওভারেই দলীয় ৬ রানে নিজেদের দ্বিতীয় উইকেট হারায় ভারত। মৃত্যুঞ্জয়ের বলে ব্যাটের কানা লেগে বল চলে যায় উইকেটের পেছনে থাকা বাংলাদেশি অধিনায়ক আকবর আলীর হাতে। ষষ্ঠ ওভারে আরেক ওপেনার শুভদ প্যাটেল রান আউটের শিকার হোন। তৃতীয় উইকেট হারিয়ে বেশ চাপে রয়েছে ভারত। এখন সাসয়াত রাওয়াত কে নিয়ে মাঠে ব্যাট করছেন ভারত কাপ্তান ধ্রুব জুরেল। চতুর্থ উইকেটে উইকেটে সেট হওয়ার চেষ্টা চালিয়ে যান তারা। কিন্তু দলীয় ৫৩ রানে ভেঙ্গে যায় এই জুটি। শামিম হোসাইনের বলে এলবিডাবলিউর শিকার হন সাসয়াত রাওয়াত। এরপর আর কেউ দলের হাল ধরতে পারেনি। আসা যাওয়ার মিছিলে সামিল হোন একে একে ভারুন, আথারভা, সুশান্তের মতো খেলোয়াড়রা। ভারত অধিনায়কের ৩৩ রান এবং শেষের দিকে কারান লালের ৩৭ রানের ইনিংসটি ভারতের স্কোরবোর্ডে ১০৬ রান তুলতে সাহায্য করে। নিজেদের ইতিহাসে প্রথম এশিয়া কাপ জিততে বাংলার যুবাদের প্রয়োজন ১০৭ রান উল্লেখ্য, শুরুতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। সংক্ষিপ্ত স্কোর: ভারত ১০৬ (ওভার ৩২.৪) (কারান ৩৭, ধ্রুব ৩৩, সাসয়াত ১৯; শামিম ৩/৮, মৃত্যুঞ্জয় ৩/১৮) সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/১৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34ImwnI
September 14, 2019 at 08:56AM
14 Sep 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top