মুম্বাই, ১৮ সেপ্টেম্বর- সঞ্জয় লীলা বানসালি আগামী ছবি ইনশাআল্লাহতে অভিনয় করার কথা ছিল বলিউড সুপারস্টার সালমান খানের। ছবিটি ২০২০ সালে ঈদে মুক্তি পাওয়ার কথা। কিন্তু হঠাৎই একটা টুইট তার ভক্তদের সমস্ত স্বপ্ন ভেঙে দিলেন সালমান খান। টুইট করে তিনি জানান যে, আলিয়া ভাটের সঙ্গে তার যুগলবন্দি দেখা যাবে না বড়ো পর্দায়। ভারতীয় গণমাধ্যমে খবর, সঞ্জয় লীলা বানসালির জন্য নয়, বরং আলিয়ার জন্যই এই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সালমান। ই-টাইমস থেকে প্রাপ্ত খবর অনুসারে, সালমান খানের আসল আপত্তি ছিল ইনশাআল্লাহ-র স্ত্রিপ্ট নিয়ে। কারণ স্ত্রিপ্ট অনুসারে আলিয়ার সাথে সালমানের একটা চুমুর দৃশ্য আছে, যাতে নারাজ ছিলেন বলিউড সুপারস্টার। এর আগে সঞ্জয় লীলা বানসালির বহু ছবিতেই দেখা গেছে সালমানকে, তার সাথে সম্পর্কও যথেষ্ট ভালো। সঞ্জয় ভালো করেই জানে যে, শুধুমাত্র এই চুমুর দৃশ্যের জন্য সিনেমাতে অভিনয় করছেন না সালমান। তাছাড়া সঞ্জয় খুব ভালো করেই জানতেন যে, সালমান কখনই কোনো চুমুর দৃশ্য করতে রাজি হবেন না। তাহলে এটা তো সহজেই বলা যেতে পারে যে, আলিয়া বা চুমুর জন্য নয়, বরং ইনশাআল্লাহ-তে অভিনয় না করার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। মুম্বাই মিরর-এর রিপোর্ট অনুসারে, সালমানের পর এখন ইনশাআল্লাহ-তে আলিয়ার সাথে প্রধান ভূমিকায় দেখা যাবে ঋত্বিক রোশনকে। যদিও এই তথ্যটি এখনো ঘোষণা করা হয়নি। অন্যদিকে, সালমান খান তার দাবাং-থ্রি ছবিটি নিয়ে ব্যস্ত। ছবিটি চলতি বছরের ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। এই সিনেমাতে তার বিপরীতে প্রধান ভূমিকায় দেখা যাবে সোনাক্ষি সিনহাকে। আর/০৮:১৪/১৮ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2O8AB7Y
September 18, 2019 at 06:30AM
18 Sep 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top