কুবিতে আইকিউএসি’র ‘ফলাফল ভিত্তিক পাঠ্যক্রমের উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাতটি বিভাগের শিক্ষকদের নিয়ে ‘ফলাফল ভিত্তিক পাঠ্যক্রমের উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, বিশেষ অতিথি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের এবং রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ওইএফসিডি বিভাগের সহকারী অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ‘নিজের কাজটাই শেষ কাজ নয়, বিশ্ববিদ্যালয়ের জন্য এবং সমাজের জন্য কাজ থেকে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ধুলাবালিতে আপনাদের অধিকার রয়েছে। সেই অধিকারের জায়গা থেকে আপনারা সচেতন থাকবেন এবং নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে করবেন।’
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৭টি বিভাগের শিক্ষকদের নিয়ে আয়োজিত এ কর্মশালায় অর্থনীতি, লোক প্রশাসন, গণিত, নৃ-বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান ও রসায়ন বিভাগের অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপকগণ অংশগ্রহণ করেন।

The post কুবিতে আইকিউএসি’র ‘ফলাফল ভিত্তিক পাঠ্যক্রমের উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা appeared first on Comillar Khabor - কুমিল্লার খবর.



from Comillar Khabor – কুমিল্লার খবর https://ift.tt/30eMKzK

September 19, 2019 at 05:22PM
19 Sep 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top