মুম্বাই, ২১ সেপ্টেম্বর- বলিউডের সফল অভিনেত্রীদের একজন তিনি। অভিনয় দক্ষতার গুণে ইতিমধ্যেই দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি আর কেউ নন, বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সম্প্রতি এই অভিনেত্রীই নাকি রণবীর কাপুরের সঙ্গে কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, কিন্তু কেন? ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রদ্ধার ছবি সাহো ও ছিছোরে। দুটি ছবিই বক্স অফিসে চূড়ান্ত সফল। বক্স অফিসে দীর্ঘদিন পর এমন সাফল্য তার কাছে এনে দিয়েছে একের পর এক ছবির অফার। শোনা গেছে, লাভ রঞ্জনের আগামী ছবিতে অজয় দেবগণ এবং রণবীর কাপুরের সঙ্গে শ্রদ্ধাকেও অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এই ছবির অফার নাকি ফিরিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। কেন এমন করলেন তিনি? বাতাসে জোর গুঞ্জন, নীতেশ তিওয়ারির ৬০০ কোটি টাকা বাজেটের ছবিতে কাজের আগ্রহ দেখিয়েছেন আশিকি-২ খ্যাত এই অভিনেত্রী। পৌরাণিক কাহিনি অবলম্বনে তৈরি ছবি রামায়ণ-এ সীতা চরিত্রের অফার এসেছে তার কাছে। শ্রদ্ধা কাপুরের শেষ ছবি ছিছোরে-এর পরিচালকও ছিলেন নীতেশ তিওয়ারি। তাই খুব স্বাভাবিকভাবেই তার সঙ্গে অভিনেত্রীর কমফর্ট লেভেল অনেকটাই বেশি। প্রসঙ্গত, সাহো এবং ছিছোরে-র পর সদ্য স্ট্রিট ড্যান্সার থ্রিডির শুটিং শেষ করেছেন শ্রদ্ধা কাপুর। রেমো ডিসুজা পরিচালিত এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন প্রভু দেবা এবং নোরা ফতেহি। ২০২০ সালের ২৪ জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির। আর/০৮:১৪/২১ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30fWucL
September 21, 2019 at 09:38AM
21 Sep 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top