ঢাকা, ০৪ সেপ্টেম্বর - কদিন আগে অনুষ্ঠিত বিতর্কিত ও সমালোচিত রিয়্যালিটি শো মেনস ফেয়ার অ্যান্ড লাভলী চ্যানেল আই হিরো- কে হবে মাসুদ রানা অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালনের পর থেকে ব্যক্তিগত ভাবে সমস্যায় রয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তার কাছে অনবরত অচেনা ফোন নাম্বার থেকে কল আসছে। দেয়া হচ্ছে নানা হুমকি। এমনকী তার ফেসবুকেও ছড়ানো হচ্ছে নানা মিথ্যাচার। এসব অভিযোগ জানিয়ে নিরাপত্তাহীনতায় ভোগা শবনম ফারিয়া জিডি করেছেন পল্টন থানায়। সেখানে নালিশ জানিয়েছেন মেহেদী হাসান ফরহাদ নামে এক যুবকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার এই জিডিটি করেন ফারিয়া। জিডিতে অভিনেত্রী উল্লেখ করেন, এক সপ্তাহ আগে আমি ফেসবুকে আজেবাজে কমেন্ট দেখতে পাই। এর চার দিন পর মেহেদী হাসান ফরহাদ (ফ্রেন্ডস ফর লাইফ) নামে একটি ফেসবুক আইডি থেকে মেনস ফেয়ার অ্যান্ড লাভলী চ্যানেল আই হিরো- কে হবে মাসুদ রানা অনুষ্ঠানের ছবি পোস্ট করে এবং আমার ফোন নম্বর ফেসবুকে দিয়ে দেয়। যার ফলে আমার নম্বরে অনবরত ভিন্ন ভিন্ন নম্বর থেকে ফোন আসে। ফারিয়া আরও উল্লেখ করেন, অন্যান্য ফেসবুক আইডি থেকেও আমার নামে মিথ্যা প্রচার করা হচ্ছে। এ ঘটনার কারণে আমার মান-সম্মানের ক্ষতি হচ্ছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এই বিষয়ে ফারিয়া জানান, আমার একটাই নম্বর। পরিবার থেকে শুরু করে মিডিয়ার বন্ধুদের সঙ্গে এই নম্বরেই কথা বলি। কিন্তু নম্বরটি পাবলিক হয়ে যাওয়ায় এত বেশি কল আসছে যে, কাজে ব্যাঘাত ঘটছে। নম্বরটি এতই গুরুত্বপূর্ণ যে বদলে ফেলাও সম্ভব নয়। অভিনয় জগতের ব্যস্ত তারকাদের মধ্যে ফারিয়া অন্যতম। সমানে কাজ করছেন নাটকে। গত বছর জয়া আহসানের প্রযোজনায় দেবী ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও তাকে দেখা যায়। এটি ফারিয়ার অভিষেক ছবি। ভালো গল্প ও চরিত্র পেলে আবার তাকে সিনেমায় দেখা যাবে বলে জানান এই অভিনেত্রী। এন এইচ, ০৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MVF6mC
September 04, 2019 at 09:22AM
04 Sep 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top