আবারো কোচ হিসেবে ফিরলেন আর্জেন্টিনায় ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। তবে, এবার আর জাতীয় দলের হয়ে নয়। তিনি দায়িত্ব নিয়েছেন দেশটির প্রিমিয়ার ডিভিশনের ক্লাব জিমনেশিয়ার। ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে ছিলেন ম্যারাডোনা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। চাকরি হারানোর পর যোগ দেন সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-ওয়াসিতে। সেখানেও সময়টা তার ভালো কাটেনি। এরপর বেশ কয়েকটি ক্লাব ঘুরে সবশেষ মেক্সিকোর দ্বিতীয় বিভাগের দল দারাদোসের দায়িত্ব নেন তিনি। সেখানে সফল হওয়ার পর এবার নিজ আর্জেন্টিনায় কোচ হয়ে ফিরলেন ফুটবল ইশ্বর। গেলো মৌসুম ভালো কাটেনি জিমনেশিয়ার। এবারও আছে পয়েন্ট টেবিলের নিচের দিকে। তাই লা প্লাতার ক্লাবটিতে তার জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। তবে কয় বছরের জন্য তিনি জিমনেশিয়ার দায়িত্বে থাকবেন তা নিশ্চিত করেনি ক্লাব কর্তৃপক্ষ। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/০৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ZHj91e
September 07, 2019 at 05:16AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top