মুম্বাই, ০১ সেপ্টেম্বর - দেশের মাটিতে এখনও খেলেননি কোনো টেস্ট। নিজের ১২তম টেস্টে শিকার করেছেন পঞ্চমবারের মতো ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট। ১২ ম্যাচের ২৩ ইনিংসে এরই মধ্যে ঝুলিতে জমা হয়েছে ৬১টি উইকেট। পাঁচটি ভিন্ন ভিন্ন দেশে ফাইফার নিয়ে নিজের কার্যকরিতার প্রমাণ দিয়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। তবে শনিরবার রাতে এসব কিছু ছাপিয়ে গেছে তার হ্যাটট্রিক কীর্তি। মাত্র ১২তম ম্যাচ খেলতে নেমেই ভারতের তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করার নজির গড়েছেন বুমরাহ। এছাড়া ৯.১ ওভারের স্পেলে মাত্র ১৬ রান খরচায় নিয়েছেন ৬টি উইকেট। ক্যারিবীয়দের ইনিংসের ৯ম ওভারের দ্বিতীয় বলে ড্যারেন ব্রাভোকে লোকেশ রাহুলের হাতে ক্যাচ বানিয়ে হ্যাটট্রিকের সূচনা করেন বুমরাহ। এরপর শামার ব্রুকস ও রস্টোন চেজকে ফেরান লেগ বিফোরের ফাঁদে ফেলে। চেজের উইকেটটিতে প্রথমে আঙুল তোলেননি আম্পায়ার, রিভিউ নিতেও রাজি ছিলেন না বুমরাহ। অধিনায়ক বিরাট কোহলির ইচ্ছায় রিভিউ নেয় ভারত, আর তাতেই হয়ে যায় বুমরাহর হ্যাটট্রিক। যার ফলে হরভজন সিং (অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০১ সালে) এবং ইরফান পাঠানের (পাকিস্তানের বিপক্ষে ২০০৬ সালে) পর তৃতীয় ভারতীয় হিসেবে টেস্টে হ্যাটট্রিকের স্বাদ পান বুমরাহ। এছাড়া জার্মেইন লওসন ও ম্যাথু হোগার্ডের পর তৃতীয় বোলার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এ কীর্তি দেখিয়েছেন তিনি। উইকেটে যেমন ক্যারিবীয়দের ইনিংসে ঝড় তুলেছেন বুমরাহ, তেমনি তাকে ঘিরে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারেও। সাবেক ক্রিকেটার, বিশ্লেষক, ধারাভাষ্যকররা ভিন্ন ভিন্ন টুইটে প্রশংসা করেছেন বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ও বর্তমানে প্রখ্যাত ধারাভাষ্যকার ইয়ান বিশপের মতে, বুমরাহ হলো সারাজীবনে একবারই দেখা পাওয়ার মতো প্রতিভা। বুমরাহর দেশ ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ লিখেছেন, টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক তুলে নিলেন বুমরাহ। খুব স্পেশাল একজন বোলার। ভারত সত্যিই খুব ভাগ্যবান যে তার মতো একজন বোলার পেয়েছে। প্রতিবার সে প্রমাণ করে যে সে একজন চ্যাম্পিয়ন বোলার। গত ৭-৮ বছরের মধ্যে সবার সেরা বোলার বুমরাহ। প্রখ্যাত ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে শুধু প্রশংসাই করেননি, আলোচনা করেছেন বুমরাহর বোলিংয়ে টেকনিক্যাল বিষয় নিয়েও। তিনি লিখেছেন, শেষ ম্যাচে মাত্র ৭ রানে ৫ উইকেট পাওয়ার দিনে সে বাঁহাতি ব্যাটসম্যানদের ভেতরের দিকে বল ঢোকাচ্ছিল। আর এ ম্যাচে সে বল বাইরে বের করে গেলো এবং ৪ রানে ৪ উইকেট পেয়ে গেল। বুমরাহর সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন লিখেছেন, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ এ যাবতকালে তাদের নিজেদের জার্সি গায়ে অনেক কিংবদন্তি পেসার দেখেছে। আর আজকে বুমরাহর এ পারফরম্যান্স নিঃসন্দেহে সেসব কিংবদন্তিদের অনেক খুশি করবে। সত্যিই অসাধারণ। ক্রিকেট গবেষক ও লেখক অ্যান্ড্রু ফিদেল ফার্নান্ডো পরিসংখ্যানের আশ্রয় নিয়ে লিখেছেন, বুমরাহ তার ১২তম ম্যাচ খেলছে, একটাও সে ঘরের মাঠে খেলেনি। এই ১২ ম্যাচের মধ্যে ওয়ান্ডারার্সে (দক্ষিণ আফ্রিকা) ভারতকে জিতিয়েছে, অস্ট্রেলিয়ায় তার বোলিং গড় মাত্র ১৭, নটিংহামকে জিততে সাহায্য করেছে, যে কয় দেশে খেলেছে সবখানেই ফাইফার রয়েছে আর এবার পেয়ে গেল হ্যাটট্রিক। এ খেলায় তার মতো আর কাউকে পাওয়া সম্ভব না। এন এইচ, ০১ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zIuCOM
September 01, 2019 at 09:29AM
01 Sep 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top