কলকাতা, ১৩ সেপ্টেম্বর - ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। দেশটির লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী মমতাকে দুর্নীতিপরায়ণ বলে অভিযোগ করেছেন। বৃহস্পতিবার বারাসতে অধীর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির দুর্নীতিতে সরাসরি যুক্ত। তাকে জবাবদিহি করতে হবে। প্রতিবেদনে বলা হয়, কংগ্রেস নেতা অধীর চ্যালেঞ্জ করেছেন- আগামী দিনে তিনি আদালতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির কথা প্রমাণ করবেন। তবে অধীরের বক্তব্যের তীব্র বিরোধিতা করে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, যে যেমন সে নিজেকে তেমন দেখে। অধীর চৌধুরীর দুর্নীতি সবাই জানেন। তার কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সততার সার্টিফিকেট নিয়ে রাজনীতি করতে হবে না। রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা তাপস রায় বলেন, তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে চাইছেন অধীররা। যা ওরা প্রমাণ করতে পারবেন না, তা বলে যেমন অপরাধ করছেন, তেমনি বিজেপিকে অগ্রসর হতে সাহায্য করছেন। এন এইচ, ১৩ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NZDKaj
September 13, 2019 at 12:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top